E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাইলস্টোন ট্রাজেডির বিচারের দাবিতে উত্তাল যশোর

২০২৫ জুলাই ২২ ১৯:২৬:৩৯
মাইলস্টোন ট্রাজেডির বিচারের দাবিতে উত্তাল যশোর

যশোর প্রতিনিধি : ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে গত ২১শে জুলাই ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক ঘটনার প্রতিবাদে এবং এর সুষ্ঠু বিচার ও নিহত-আহতদের ক্ষতিপূরণের দাবিতে উত্তাল হয়ে উঠেছে যশোর। সকাল থেকে দুপুর পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা ৮ দফা দাবিতে শিক্ষাবোর্ড, জেলা প্রশাসনের কার্যালয় ঘেরাও করে রাখে। বৃষ্টিতে ভিজে আন্দোলনের এক পর্যায়ে শিক্ষাবোর্ডের গেটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে শিক্ষার্থীরা। এসময় শিক্ষাবোর্ডের কর্মচারিরা তাদের বাঁধা দিতে আসলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও সেনাবাহিনি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেছে, ২১শে জুলাইয়ের ঘটনায় তারা গভীরভাবে শোকাহত এবং এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে লাশের সংখ্যা নির্দিষ্ট করা। ঘটনায় নিহতদের সঠিক সংখ্যা দ্রুত প্রকাশ করার দাবি জানানো হয়েছে। শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ। নিহত ও আহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ। সুষ্ঠু তদন্ত ও বিচারর। নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়েছে। প্রশিক্ষণ কেন্দ্রের স্থানান্তর ও উন্নত প্রযুক্তি। অভিন্ন প্রশ্নে পরীক্ষা। সাপ্লিমেন্টারি পরীক্ষা ও গ্রেজ পদ্ধতি।

যশোরের সাধারণ শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কাছে তাদের এই যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য আবেদন জানিয়েছে। তারা গভীর রাতে পরীক্ষা স্থগিত করার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানান। তারা শিক্ষা উপদেষ্টা ও সচিবের উদাসিনতাকে দায়ি করেন। শিক্ষার্থীরা আশা করছে, প্রশাসন তাদের দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এবিষয়ে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেছেন, তিনি তাদের দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষকে জানাবেন।

(এসএ/এসপি/জুলাই ২২, ২০২৫)

পাঠকের মতামত:

২৯ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test