E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২২

২০২৫ জুলাই ২৪ ১৩:৪০:৩০
ফরিদপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২২

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরের করিমপুরে ফরিদপুর-মাগুরা মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় একটি বাসের চালক সহ কমপক্ষে ২২ জন আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে নয়টায় ফরিদপুর সদর উপজেলার কানাইপুরের করিমপুরে ফরিদপুর-মাগুরা মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী উত্তরাধিকার ৭১ নিউজকে দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করেন।

ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা রিক এন্টারপ্রাইজ নামে একটি লোকাল বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে তিনজন মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে ফরিদপুর হাইওয়ে পুলিশের সহকারি পুলিশ সুপার মারুফ হোসেন জানান, 'ফরিদপুরের কানাইপুর করিমপুর এলাকায় সকাল সাড়ে ৯ টায় মুখোমুখি সংঘর্ষে এমন ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, লোকাল বাসের বেপরোয়া গতি ও লেনচ্যুত হওয়ার কারণে এ দুর্ঘটনাটি ঘটে।'

এ সময় মহাসড়কের দুই পাশে যানজটেন সৃষ্টি হয় যা প্রায় আধা ঘন্টা স্থায়ী থাকে।

নিহতরা হলেন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ভাটিকামারি গ্রামের মৃত মোহাম্মদ আলী মৃধার ছেলে বাস চালক আজিজুল হক (৬২), ফরিদপুর শহরের উত্তর টেপাখোলা এলাকার আব্দুল কাশেম মোল্লার ছেলে আব্দুল মান্নান মোল্লা (৭৮) এবং ফরিদপুরের মধুখালী উপজেলার গড়িয়াদাহ এলাকার রেপতি বিশ্বাসের স্ত্রীর মিনতি রানী বিশ্বাস (৪২)। ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতদের নাম শনাক্তের কাজ চলছে। নিহতরা তিনজন মধ্যে একজন লোকাল বাসের চালক ও অপর দুইজন একই বাসের যাত্রী ছিলেন বলে নিশ্চিত করেছে হাইওয়ে থানার পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(আরআর/এএস/জুলাই ২৪, ২০২৫)

পাঠকের মতামত:

২৯ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test