E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জামালপুরে জুলাই স্মৃতিকে স্মরণ করে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

২০২৫ জুলাই ২৪ ১৫:৩২:৩৬
জামালপুরে জুলাই স্মৃতিকে স্মরণ করে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে 'রক্তদানে স্মরণ করি রক্তাক্ত জুলাই' প্রতিপাদ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিট ও প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস এলাইন্স অব বাংলাদেশের (pusab) যৌথ উদ্যোগে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে শহরের ফৌজদারি ব্রহ্মপুত্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতা করে জামালপুর লাইফ কেয়ার হসপিটাল ও ব্লাডলাইন।

স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন ও বক্তব্য দেন ব্রহ্মপুত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ গোলাম মওলা।

জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক যুব প্রধান মো. ইকরামুল হক লিটনের সঞ্চালনায় রক্তদান কর্মসূচির আগে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তব্য দেন শাহ্জামাল জেনারেল হাসপাতালের পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক, জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক যুব প্রধান মাহবুবুর রহমান জ্বিলানী প্রমুখ।

বক্তারা বলেন, রক্তদান একটি মহৎ কাজ। আপনার এক ব্যাগ রক্তে বেঁচে যাবে একটি প্রাণ। সবাই যদি স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন তবে রক্তের অভাবে কোনো প্রাণই অকালে ঝরে যাবেনা।

আয়োজকদের মধ্যে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস এলাইন্স অব বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ফারিয়া জান্নাত শাওন জানান, এ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো "রক্তাক্ত জুলাই" মাসের বেদনাময় স্মৃতিকে স্মরণ করে মানবসেবার ব্রত গ্রহণ করা এবং রক্তের অভাবে যেন একটি প্রাণও না হারায়, এই চেতনায় তরুণ সমাজকে উদ্বুদ্ধ করা।

(আরআর/এএস/জুলাই ২৪, ২০২৫)

পাঠকের মতামত:

২৯ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test