E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

যান্ত্রিক ত্রুটির কারণে বিলম্বে সোনাতলা ছাড়লো দোলনচাঁপা ট্রেন

২০২৫ জুলাই ২৪ ১৭:৪০:২০
যান্ত্রিক ত্রুটির কারণে বিলম্বে সোনাতলা ছাড়লো দোলনচাঁপা ট্রেন

বিকাশ স্বর্ণকার, সোনাতলা : যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়াই আন্তঃনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি প্রায় আধা অবস্থান শেষে সোনাতলা স্টেশন হতে ছেড়ে যায়। 

স্টেশন সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার বিকেল ৩টা ১৫মিনিটে সোনাতলা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায় পঞ্চগড় হতে ছেড়ে আসা সান্তাহার গামী আন্তঃনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন। পৌছা মাত্রই যাত্রীরা গন্তব্যের উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়ে। তবে সময় গড়িয়ে যায় কিন্তু ট্রেনটি না ছাড়াই দুশ্চিন্তায় পড়ে অসংখ্য যাত্রী। একপর্যায়ে যাত্রীরা কর্তব্যরত স্টেশন মাস্টারের মাধ্যমে জানতে পারে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এরপর কিছু যাত্রী অপেক্ষা করলেও কিছু যাত্রী তাদের ক্রয়কৃত টিকেট ফেরত দেন স্টেশন মাস্টারকে।

এদিকে ইঞ্জিনের লোকোমোটিভ তাদের সমস্ত মেধা প্রয়োগ সহ অক্লান্তচেষ্টায় পুনরায় ইঞ্জিনটি সচল করে। পরবর্তীতে রেলওয়ে কন্ট্রোল রুমকে সচলের বিষয়টি অবহিত করে ট্রেনটি সোনাতলা স্টেশন ত্যাগ করে।

মোঃ লোকমান হোসেন নামের একজন যাত্রী জানালেন, আন্তঃনগর দোলনচাঁপার ইঞ্জিনটি গতকালকেও কোন এক স্টেশনে সমস্যায় পড়েছিল বলে জেনেছি। যেহেতু এই ট্রেনটি সান্তাহার থেকে পঞ্চগড় রেলওয়ে স্টেশনে যায়। তবে সমস্যা জনিত ইঞ্জিন দূরপাল্লা ট্রেনে না দেয়াটাই ভালো বলে মনে করেন তিনি।

আন্তঃনগর দোলনচাঁপা ট্রেনের পরিচালক মতিউর রহমান জানান, ইঞ্জিনে সমস্যার কারণে ট্রেনটি আধাঘণ্টা বিলম্বে সোনাতলা রেলওয়ে স্টেশন হতে ছাড়া হলো।

সোনাতলা রেলওয়ে স্টেশন মাস্টার খলিলুর রহমান বলেন, ট্রেনটি স্টেশনে পৌঁছার পর আমরা ক্লিয়ারেন্স দেয়। কিন্তু ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার কারণে আধা ঘন্টা বিলম্বে স্টেশন ছেড়ে যায়।

(বিএস/এসপি/জুলাই ২৪, ২০২৫)

পাঠকের মতামত:

২৯ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test