E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

২০২৫ জুলাই ২৭ ২৩:৫৪:২১
কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি কাপ্তাইয়ে  ভারত থেকে অবৈধভাবে আনা শুল্কবিহীন ৪ হাজার প্যাকেট অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে। এসব সিগারেটের বাজারমূল্য আনুমানিক  ২৮,০০,০০০/- আটাশ লক্ষ) টাকা।

তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। রবিবার (২৭ জুলাই) বিকেল ২ টা ৩০ মিনিটে
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস, এর নেতৃত্বে ওয়াগ্গাছড়া ব্যাটালিয়ন সদর এর ১ নং জিপি গেইট সংলগ্ন চেক পোষ্টে একটি এক্স নোহা মাইক্রোবাস তল্লাশি করে ৪ হাজার প্যাকেট ভারতীয় অরিস সিগারেট আটক করা হয়। সেই সাথে এক্স নোহা মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

জব্দকৃত অবৈধ ভারতীয় সিগারেট ও এক্স নোহা গাড়ীর সিজার মূল্য আনুমানিক ২৮,০০,০০০/- (আটাশ লক্ষ) টাকা।

বর্তমানে আটককৃত ভারতীয় সিগারেট ও এক্স নোহা গাড়ীটি কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) কর্তৃক কাস্টমস অফিসে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানা যায়।

(আরএম/এএস/জুলাই ২৭, ২০২৫)

পাঠকের মতামত:

২৯ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test