E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মধুমতি নদীতে ভাসতে দেখা গেল বিশাল আকৃতির কুমির 

২০২৫ আগস্ট ১৭ ১৩:৫৬:২৯
মধুমতি নদীতে ভাসতে দেখা গেল বিশাল আকৃতির কুমির 

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে মধুমতি নদীর ব্রীজের উপর থেকে গত শনিবার দুপুরে বিশাল আকৃতির একটি কুমির ভাসতে দেখা গেছে। 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন পরে এ অঞ্চলে জীবন্ত কুমির দেখা গেল। যদিও অল্প কিছু সময় কুমিরটি ব্রিজ সংলগ্ন এলাকায় ভেসে ওঠে।

কুমির দেখতে পেয়ে স্থানীয় এক যুবক সেটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার পর ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

লোকালয়ে কুমির দেখা দেওয়ায় নদী পাড়ের বসবাসকারী মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মহম্মদপুরে মধুমতি নদীতে কুমির দেখা যায়।

মহম্মদপুরে মধুমতি নদীর ব্রিজের উপর থেকে প্রায় এক মিনিট ধরে তোলা ভিডিওতে কুমিরটিকে স্পষ্ট ভাবে নদীতে ভাসতে দেখা যায়।কুমিরটি প্রাপ্ত বয়সের এবং১৫ ফুট লম্বা হবে,যথেষ্ট স্বাস্থ্যবান।মধুমতি নদী পাড়ের মানুষ এখন কুমির আতঙ্কে দিন কাটাচ্ছে।বিশেষ করে মৎস্যজীবীরা নৌকা নিয়ে জাল ফেলতে নদীতে যেতে ভয় পাচ্ছে।আবার অনেকেই কুমিরটিকে দেখে এ অঞ্চলের জনশ্রুতি নদের চাঁদের কথা স্মরণ করছেন।

(বিএসআর/এএস/আগস্ট ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

১০ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test