E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ঈশ্বরদীতে গোরস্থানের দান বাক্সের তালা ভেঙে টাকা চুরি 

২০২৫ আগস্ট ১৮ ১৭:৫০:০৪
ঈশ্বরদীতে গোরস্থানের দান বাক্সের তালা ভেঙে টাকা চুরি 

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানের দান বাক্সর তালা ভেঙে টাকা নিয়ে গেছে চোর। আজ সোমবার সকালে দান বাক্সের তালা ভাঙা অবস্থায় দেখতে পান গোরস্থানের খাদেম। গভীর রাতে যে কোন সময় এই চুরির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খাদেম চুরির ঘটনা কমিটির সকলকে অবহিত করেছেন। পরে কমিটির পক্ষ থেকে থানা পুলিশকে অবহিত করা হয়।

ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানের খাদেম খলিলুর রহমান জানান, দীর্ঘ ৪৫ বছর ধরে এই গোরস্থানে খাদেমের দায়িত্ব পালন করে আসছি। এরআগে তিনবার দান বাক্স ভেঙে চোরেরা টাকা নিয়ে গেছেন বলে তিনি জানিয়েছেন। তিনি আরো বলেন, মজবুত করে দুই স্তরের দান বাক্স তৈরি করা হয়েছিল। সেই দান বাক্স ভেঙে চোরেরা দানের সমস্ত টাকা নিয়ে গেছেন।

গোরস্থানের সচিব মাজহারুল ইসলাম বলেন, ১৬ হাজার টাকা ব্যয় করে দুই স্তরের দান বাক্স তৈরি করা হয়েছিল। এলারাম তালাসহ দানবাক্সে আরও দুইটি তালা লাগানো ছিল। দান বাক্সের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা লাগানো রয়েছে। গতরাতের যেকোনো সময় চোরেরা দানবাক্সের তালা ভেঙে দানের টাকা নিয়ে গেছে। চলতি মাসের ৩ তারিখে দান বাক্স খুলে ১০ হাজার ৩২০ টাকা পাওয়া গিয়েছিল। দানবাক্সের টাকা চুরির বিষয়ে ঈশ্বরদী থানাকে অবহিত করা হয়েছে।

(এসকেকে/এসপি/আগস্ট ১৮, ২০২৫)

পাঠকের মতামত:

১৮ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test