E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ইতালী প্রবাসীকে মারধর ও চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাসহ ৮ জনের নামে মামলা

২০২৫ আগস্ট ১৮ ১৮:৪৬:৪৫
ইতালী প্রবাসীকে মারধর ও চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাসহ ৮ জনের নামে মামলা

‎বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিএনপি নেতা পিতা-পুত্র ৮ জনের বিরুদ্ধে ইতালী প্রবাসী মোঃ মাসুম শেখ (৪৫) কে মারধর ও চাঁদাদাবীর অভিযোগে মামলা দায়ের হয়েছে। 

আজ সোমবার দুপুরে রাজবাড়ীর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বালিয়াকান্দি আমলী আদালতে মামলাটি দায়ের করেছেন ইতালী প্রবাসী মাসুম শেখের স্ত্রী উপ-সহকারী কৃষি কর্মকর্তা পলি আক্তার।

মামলার আসামিরা হলো- বালিয়াকান্দি গ্রামের মৃত খন্দকার আঃ রশিদের ছেলে ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মশিউল আজম চুন্নু, চুন্নুর ছেলে ছাত্রদল নেতা খন্দকার শফিউল আজম শিবলু, খন্দকার শোভন আরেফিন, মৃত আবুল হোসেনের ছেলে নাজমুল হাসান বিপু, আশরাফ শেখের ছেলে শ্রমিকদল নেতা সহেল শেখ, মৃত নুরু বিশ্বাসের ছেলে মোঃ নান্নু বিশ্বাস, বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি নেতা মোঃ মহসীন খান, রায়পুর গ্রামের নারান দাসের ছেলে বালিয়াকান্দি হাসপাতালের টেকনিশিয়ান উজ্জল দাস।

মামলার অভিযোগে বলেন, মোঃ মাসুম শেখ জীবিকার তাগিদে ২০০৭ সালে ইতালীতে যান। তার স্ত্রী বালিয়াকান্দি কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে চাকুরীকালীন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নুর ছেলে ছাত্রদল নেতা খোন্দকার শফিউল আজম শিবলু তাকে উত্যক্ত করতো। এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়। পরে বালিয়াকান্দি থেকে বদলী হয়ে ফরিদপুরে চলে যায়। মামলাটি প্রত্যাহার করে। বিষয়টি নিয়ে থানায় জিডিও করা হয়।

অভিযোগে আরও বলেন, ইতালী থেকে দেশে আসার পর শুক্রবার (১৫ আগস্ট) মাসুম শেখ বালিয়াকান্দিতে জুম্মার নামাজ পড়ে পিতার কবর জিয়ারত করে ফেরার পথে চুন্নু, তার ছেলে শিবলু সহ লোকজন নিয়ে তার কাছে এসে ১০ লক্ষ টাকা চাঁদাদাবী করে। দিতে অস্বীকার করায় মাসুমের উপর এলোপাথারী ভাবে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। থানা পুলিশ আমাকে তাদের হাত থেকে উদ্ধার করে। পরে সন্ধ্যায় থানা পুলিশ রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

মামলা দায়েরের পর সোমবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিতে চুন্নু সহ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তৃতা করেন, মাসুম শেখের স্ত্রী ও মামলার বাদী পলি আক্তার, ইতালী প্রবাসী মাসুম শেখ, জিএম মোর্শেদ প্রমুখ।

বক্তারা বলেন, গত ৫ আগস্টের পর থেকে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, বালু মহাল দখলকরাসহ এলাকায় ত্রাস সৃষ্টির মাধ্যমে এলাকার অসহায় লোকজনের উপর অবৈধ প্রভাব ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছে। এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এ ঘটনায় যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হয়। জেল থেকে বের হয়ে পুনরায় এসকল অপরাধমুলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। যার কোন আয়ের উৎস নেই, সে এখন বাড়ীতে ৫তলা ভবন নির্মাণ করছে। তাদেরকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু বলেন, ইতালী প্রবাসী মাসুম শেখ বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছে। মামলাটি বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জকে এফআইআর করার নির্দেশ দিয়েছেন। তার দলীয় কোন পদ না থাকায় কোন ব্যবস্থা নিতে পারছি না। তবে বিষয়টি কেন্দ্রীয় বিএনপিকে অবগত করা হবে।

(একে/এসপি/আগস্ট ১৮, ২০২৫)

পাঠকের মতামত:

১৮ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test