E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

র‌্যাগিংয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে স্কুলছাত্রী 

২০২৫ আগস্ট ১৮ ১৮:৫৩:০০
র‌্যাগিংয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে স্কুলছাত্রী 

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর এক ছাত্রী (১৬) র‌্যাগিংয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। স্কুলের বাথরুমে একই শ্রেনীর তিন ছাত্রীর নির্যতনে গুরুতর আহত ওই ছাত্রীকে প্রথমে রামপাল উপজেলা হাসতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে রবিবার (১৮ আগষ্ট) সকালে উন্নত চিকিৎসার জন্য বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনার প্রতিকার চেয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন ভুক্তভোগী ছাত্রীর মা।

ভুক্তভোগী ছাত্রীর মা রত্না বেগম জানান, আমার মেয়ে রামপালের বাইনতলা কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী (রোকাইয়া খাতুন ১৬)। বুধবার বিকাল ৪টার দিকে সহপাঠীর মা রেক্সনা বেগমের নির্দেশে একই শ্রেনীর তিন ছাত্রী আমার মেয়েকে স্কুলের বাথরুমে নিয়ে গিয়ে র‌্যাগিং করে। তারা আমার মেয়ের মুখ ও গলা চেপে ধরে মারপিট করে মেরে ফেরার চেষ্টা করে। এসময়ে তার অন্য শিক্ষার্থীরা এসে আমার মেয়েকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে রামপাল উপজেলা হাসতালে ভর্তি করে। তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে আমরা রবিবার সকালে দুপুরে উন্নত চিকিৎসার জন্য বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করি। এঘটনার প্রতিকার চেয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আমি লিখিত অভিযোগ করেছি।

র‌্যাগিংয়ের ঘটনায় জড়িত ১০ম শ্রেনীর এক স্কুল ছাত্রীর বাবা সেকেন্দর আলী ডাকুয়া জানান, স্কুলে ঘটে যাওয়া এ বিষয়ে আমি কিছুই জানি না, তবে মেয়ের খোঁজে বাড়ীতে পুলিশ এসেছিল। জড়িত অপর দুই ছাত্রীর বাবা জিয়া মোল্লা ও মোল্লা আ. হাইয়ের মুঠোফোনে বার বার যোগাযোগে চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য জানা যায়নি।

বাইনতলা কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেল্লাল হোসেন স্কুলে র‌্যাগিংয়ের বিষয়টি স্বীকার করে দুঃখ প্রকাশ করে জানান, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। স্কুলের পরিবেশ নষ্টকারিদের কোন ছাড় দেয়া হবে না।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি জানান, তিনি লিখিত অভিযোগের কপি পেয়েছেন। স্কুলে যা ঘটেছে তা র‌্যাগিংয়ের শামিল। এমন ঘটনা দুঃখজনক। আহত ছাত্রীর সুচিকিৎসা নিশ্চিত করতে প্রধান শিক্ষককে নির্দেশ দেয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে বুধবার (২০ আগষ্ট) স্কুলের প্রধান শিক্ষকসহ উভয় পক্ষকে হাজির হওয়ার নোটিশ করেছি।

(এস/এসপি/আগস্ট ১৮, ২০২৫)

পাঠকের মতামত:

১৮ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test