E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফিশিং ট্রলারের ইঞ্জিন বিকল 

সাগরে ৩ দিন ধরে ভাসতে থাকা ৮ জেলে উদ্ধার 

২০২৫ আগস্ট ১৮ ১৯:২৬:২৩
সাগরে ৩ দিন ধরে ভাসতে থাকা ৮ জেলে উদ্ধার 

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : এফবি মায়ের দোয়ার নামের একটি ফিশিং ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে বঙ্গোপসাগরে ভাসতে থাকা আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। 

আজ সোমবার সকালে উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করে নিরাপদে সুন্দরবনের হাড়বারিয়ায় পৌঁছে দিয়েছে মোংলা কোস্টগার্ড। উদ্ধার করা জেলেরা হলেন– আব্দুর রাজ্জাক, রাকিব, ফারুক, কামাল, আলম, জাকারিয়া, সজীব ও রাকিব। তাদের বাড়ি পিরোজপুর ও বরগুনা জেলায়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করে জানান, গত ১৪ আগস্ট এফবি মায়ের দোয়া নামের ফিশিং ট্রলারটি মাছ ধরার উদ্দেশ্যে আট জন জেলেসহ সমুদ্রে যায়। এর পরদিন ইঞ্জিন বিকল হওয়ায় ফিশিং ট্রলারটি সাগরে ভাসতে থাকে। তিন দিন ধরে সাগরে ভাসতে থাকা ফিশিং ট্রলারটি মোবাইল নেটওয়ার্কে আসলে ওই ট্রলারের একজন জেলে কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সাহয্য চায়। তাৎক্ষণিক বঙ্গেপসাগরে টহলরত কোস্টগার্ড জাহাজ স্বাধীন বাংলা উদ্ধার অভিযান শুরু করে। সুন্দরবন উপকূলে ফয়ারওয়ের ৫ নম্বর বয়ার এলাকায় ইঞ্জিন বিকল ভাসতে থাকা ফিশিং ট্রলারটির অবস্থান সনাক্ত করে আট জেলেসহ ফিশিং ট্রলারটি উদ্ধার করা হয়। সোমবার সকালে উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করে নিরাপদে সুন্দরবনের হাড়বারিয়ায় পৌঁছে দেয়া হয়েছে বলে জানান এই কোস্টগার্ড কর্মকর্তা।

(এস/এসপি/আগস্ট ১৮, ২০২৫)

পাঠকের মতামত:

১৮ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test