E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈশ্বরদীতে স্কুলের অফিস কক্ষের তালা ভেঙে ল্যাপটপ চুরি

২০২৫ আগস্ট ১৯ ১৭:৪৮:৩৯
ঈশ্বরদীতে স্কুলের অফিস কক্ষের তালা ভেঙে ল্যাপটপ চুরি

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের কদমতলায় অবস্থিত ঈশ্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে ল্যাপটপসহ মূল্যবান সামগ্রী চুরি হয়েছে। সোমবার (১৯ আগস্ট ) গভীর রাতে চোরেরা কয়েকটি স্টিলের আলমিরা ভেঙ্গে দুটি ল্যাপটপসহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। এ সময় স্কুলে নৈশ প্রহরী ছিলেন না। 

বিদ্যালয়ের দপ্তরী আয়নুল হক জানান, দিনের বেলা স্কুলের পিওনের দায়িত্ব পালন করি। এছাড়া বাড়ি থেকে রাতে এসে বেশ কয়েকবার স্কুলে দেখভাল করি। গতরাতেও কয়েকবার এসেছিলাম। তখন কিছু দেখতে পাইনি। আমি চলে যাওয়ার পর গভীর রাতে এই চুরির ঘটনা ঘটেছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন বলেন, এ যাবৎকাল এই স্কুলে কখনো চুরির ঘটনা ঘটেনি। সোমবার দিবাগত রাতে অফিস কক্ষের দরজার দুটি তালা ভেঙে চোরেরা ভিতরে প্রবেশ করে। এরপর কয়েকটি স্টিলের আলমিরা ভেঙে ড্রয়ারগুলো তছনছ করে। চোরেরা দুটি ল্যাপটপসহ কিছু মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। এ বিষয়ে পুলিশকে অবহিত করেছি।

ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির এটিএসআই আনিসুর রহমান আনিস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাতে স্কুলে নৈশ প্রহরী না থাকার সুযোগে চোরেরা সোমবার দিবাগত রাতের কোন এক সময় অফিস কক্ষের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর আলমিরা ভেঙে দুটি ল্যাপটপ নিয়ে গেছে। ল্যাপটপ উদ্ধারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(টিবি/এসপি/আগস্ট ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

১৯ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test