E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

অস্ত্র উদ্ধার: প্রতিবাদে জেলা বিএনপির সংবাদ সম্মেলন 

২০২৫ আগস্ট ২৩ ১৭:৪৫:১৬
অস্ত্র উদ্ধার: প্রতিবাদে জেলা বিএনপির সংবাদ সম্মেলন 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : বিএনপি নেতা ডাঃ কে এম. বাবরের বাসভবন থেকে কার্তুজ সহ পাইপগান উদ্ধার নিয়ে জেলা বিএনপি সংবাদ সম্মেলন করেছে।

আজ শনিবার দুপুরে শহরের বড় বাজারের পৌর সুপার মার্কেটে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ডাঃ কে এম. বাবরের স্ত্রী ডাঃ রাবেয়া আক্তার লিখিত বক্তব্য উপস্থাপন করেন।

ডাঃ রাবেয়া আক্তার বলেন, আমার স্বামী ডাঃ কেএম বাবর আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০২ আসন থেকে বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন প্রত্যাশী। তিনি নির্বাচনী এলাকায় বেশ জনপ্রিয়। এ কারণে তার প্রতিপক্ষ সৃষ্টি হয়েছে। আমার ধারণা পরিকল্পিতভাবে তাঁকে ফাঁসাতে এবং সমাজে হেয় প্রতিপন্ন করতে প্রতিপক্ষের কোন একটি মহল উঠে পড়ে লেগেছে। তিনি আইনশৃংখলা বাহিনীর কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে নোংরা চক্রান্তের সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহবান জানান।

এসময় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাড. এম এ খায়ের, বিএনপি নেতা অ্যাড. তৌফিকুল ইসলাম, আজিজুর রহমান বেনো, জিয়াউল কবির বিপ্লব, জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপ্টন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরা প্রমূখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে যৌথবাহিনী ডাঃ বাবরের গোপালগঞ্জ শহরের থানাপাড়ার ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে। তার বাসা থেকে পরিত্যাক্ত অবস্থায় কার্তুজ সহ একটি দেশিয় পাইপগান উদ্ধার করে যৌথবাহিনী। এ সময় ডাঃ কে এম বাবর বাসায় ছিলেন না।

(টিবি/এসপি/আগস্ট ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

২৩ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test