E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চা দোকানির এক মাসের বিদ্যুৎ বিল ৩ লাখ টাকা!

২০২৫ আগস্ট ২৩ ১৯:৪৯:১০
চা দোকানির এক মাসের বিদ্যুৎ বিল ৩ লাখ টাকা!

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর বাজারের এক চা দোকানির বিদ্যুৎ বিল এক মাস অবিশ্বাস্য ভাবে ৩ লাখ ১ হাজার ৭৪৬ টাকা করা হয়েছে। হঠাৎ এ ভূতুড়ে বিল পেয়ে হতবাক হয়ে পড়েছেন দোকানি অপূর্ব কুন্ডু।

অপূর্ব কুন্ডু জানান, লখপুর বাজারের এক কক্ষের ছোট্ট চায়ের দোকানটি বহু বছর ধরে চালিয়ে আসছে অপূর্ব কুন্ডু। বর্তমানে দোকানে রয়েছে মাত্র দুটি বাল্ব, একটি ফ্যান ও একটি ফ্রিজ। এর আগে নিয়মিত প্রতি মাসে ৩৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বিদ্যুৎ বিল আসতো। গত মাসে অতিরিক্ত বিল এসেছিল ১ হাজার ৮৭৬ টাকা যা ফকিরহাট জোনাল অফিসে সংশোধনের পর ৩১৬ টাকা করা হয়। কিন্তু চলতি মাসে যখন বিল হাতে পেয়ে দেখা যায় ৩ লাখ ১ হাজার ৭৪৬ টাকা করা হয়েছে। এ বিল দেখে হতভম্ব হয়ে যান অপূর্ব কুন্ডু। বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার রাতে বিদ্যুৎ বিভাগের কর্মীরা এসে বিলটি নিয়ে যান। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা মিটার না দেখে অনুমাননির্ভর বিল তৈরি করায় এ ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

ফকিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহা ব্যবস্থাপক (ডিজিএম) আনন্দ কুমার কুন্ডু বলেন, বিলিং সহকারীর ভূলের কারণে এ ধরনের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে ভূলটি সংশোধন করে অপূর্ব কুন্ডু কাছে ৩১০ টাকার বিল দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিলিং সহকারীকে শোকজ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের ডিসেম্বর মাসে পল্লী বিদ্যুৎ সমিতির বাগেরহাট সদর উপজেলার বৈটপুর গ্রামের চা দোকানি তাইজুল ইসলামের নামে ১৩ লাখ ৮৭ হাজার টাকার বিল করা হয়েছিল। অথচ তার প্রকৃত বিল ছিল মাত্র ১৬২ টাকা।

(এস/এসপি/আগস্ট ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

২৩ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test