E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মোংলা বন্দরে জাহাজ থেকে নদীতে পড়ে লাইটার কর্মচারী নিখোঁজ 

২০২৫ আগস্ট ২৩ ১৯:৫২:০৫
মোংলা বন্দরে জাহাজ থেকে নদীতে পড়ে লাইটার কর্মচারী নিখোঁজ 

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের মোংলা বন্দর জেটি এলাকায় পশুর নদীতে এমভি শোভা নামে একটি লাইটার জাহাজের কর্মচারী নদীতে পড়ে নিখোঁজ রয়েছে। 

আজ শনিবার সকালে মো. রাব্বি নামের ওই কর্মচারী লাইটার জাহাজ থেকে পশুর নদীতে পড়ে নিখোঁহ হয়। খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে মোংলা বন্দর কতৃপক্ষ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল। এরিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ লাইটার জাহাজের কর্মচারী রাব্বির কোনখোঁজ মেলেনি। নিখোঁজ লাইটারের কর্মচারী রাব্বি বরিশালের বাঁকেরগঞ্জ এলাকার বাসিন্ধা। মোংলা বন্দর কর্তৃপক্ষ এতথ্য নিশ্চিত করেছে।

এমভি শোভা লাইটার জাহাজের মাস্টার মুজ্জাফর মোল্লা জানান, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে জিবশাম বোঝাই করে ঢাকার যাওয়ার জন্য তারা মোংলা বন্দরের ৫ নম্বর জেটির বিপরীত পাশে পশুর নদীতে অপেক্ষা করতে ছিলেন। শনিবার সকালে কর্মচারী মো. রাব্বি রান্না ঘর থেকে চা খেতে খেতে জাহাজের ডেকের দিকে যাওয়ার সময় পা পিছলে নদীতে পড়ে যায়। অনেক খোজাখুঁজি করে না পেয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষকে খবর দেয় হয়েছে। পরে উদ্ধার অভিযান শুরু করে মোংলা বন্দর কতৃপক্ষ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল। এরিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ লাইটার জাহাজের কর্মচারী রাব্বির কোনখোঁজ মেলেনি। নিখোঁজ রাব্বি এক বছর আগে এমভি শোভা লাইটারের এখানে ক্রু হিসেবে চাকুরীতে যোগদান করেন।

মোংলা বন্দর কতৃপক্ষের উপপরিচালক মাকরুজ্জামান মুন্সি জানান, লাইটারের কর্মচারী নিখোঁজ হওয়ার খবর পাওয়ার সাথে সাথে বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগ ড্রোন ব্যবহার করে জাহাজটির আশপাশের নদী এলাকায় অনুসন্ধান চালানো হচ্ছে। একই সাথে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে।

(এস/এসপি/আগস্ট ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

২৩ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test