E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ডেঙ্গু প্রতিরোধ ও বাল্যবিয়ের কুফল নিয়ে সচেতনতা

২০২৫ আগস্ট ২৫ ১৮:৩৮:৫৫
ডেঙ্গু প্রতিরোধ ও বাল্যবিয়ের কুফল নিয়ে সচেতনতা

‎আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ডেঙ্গু প্রতিরোধ ও বাল্যবিয়ের কুফল বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং মানুষ মানুষের জন্য যুব সংগঠনের আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

আজ সোমবার সকালে গৌরনদী গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি বলেন, ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে বড় ওষুধ হচ্ছে সচেতনতা। আমাদের প্রত্যেকের ঘরবাড়ি, আঙ্গিনা ও আশপাশ পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি নিয়মিত পরিস্কার করা জরুরি। সামান্য অসচেতনতাই বড় বিপদের কারণ হতে পারে।

তিনি আরও বলেছেন, বাল্যবিবাহ শুধু একটি মেয়ের শৈশবকে কেড়ে নেয় না; একইসাথে তার শিক্ষাজীবন, শারীরিক স্বাস্থ্য ও ভবিষ্যতকেও ঝুঁকির মধ্যে ফেলে দেয়। এর কুফল থেকে আমাদের সমাজকে রক্ষা করতে হলে পরিবার ও সমাজের সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে।

গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নির্মল কান্তির সভাপতিত্বে ও প্রভাষক মাসুদ করিমের সঞ্চালনায় ‎অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. গৌরব মজুমদার, গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার মো. মাহবুব আলমসহ অন্যান্যরা।

‎অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, মানুষ মানুষের জন্য যুব সংগঠনের সভাপতি মো. শামীম সরদার। এ সময় সংগঠনের সহ-সভাপতি জাহিদ বেপারী, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম লিমন, সাংগঠনিক সম্পাদক জাহিদ সরদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং গৌরনদী গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/আগস্ট ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

২৫ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test