E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

৩৪২ জন শিশু শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ

২০২৫ আগস্ট ২৬ ১৮:৫৩:০৫
৩৪২ জন শিশু শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : সুবিধা বঞ্চিত ৩৪২ জন শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরন করা হয়েছে। একইসাথে ১০ জন অসহায় নারীর সেলাই প্রশিক্ষণের উদ্বোধন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতের ফলদ, বনজ এবং ওষুধি গাছের চারা বিতরণ করা হয়।

মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর সংলগ্ন আনন্দপুর বিডি প্রকল্পের আয়োজনে ২৫ আগস্ট বিকেলে উপকারভোগী শিশু এবং তাদের পরিবারের মাঝে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ, গাছের চারা বিতরণ, তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণসহ সেলাই মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরী।

প্রকল্পের ম্যানেজার সান্তনু বিশ্বাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন টরকী বন্দর বণিক সমিতির সভাপতি শাহাবুব শরীফ, সাধারণ সম্পাদক বদিউজ্জামান চঞ্চল মাঝি, খ্রীষ্টিয়ান এসোসিয়েশনের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার সভাপতি সুধাংশু বোস, এলসিসি সদস্য পাষ্টর এ্যালবাট বল্লভ, চার্চের সম্পাদক সুবল মিত্র।

প্রকল্পের সমাজ কর্মী বৃষ্টি রায় জানিয়েছেন, ইতোমধ্যে প্রশিক্ষণ প্রদানের পর ৬৬ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বর্তমানে আরো ১০ জনকে প্রশিক্ষণ প্রদানের জন্য বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। পাশাপাশি ৩৪২ জন রেজিস্টার শিশুদের মাঝে তিনমাস পরপর শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হচ্ছে।

তিনি আরও জানান, সুবিধাভোগি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতের ফলদ, বনজ এবং ওষুধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

(টিবি/এসপি/আগস্ট ২৬, ২০২৫)

পাঠকের মতামত:

২৬ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test