E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্যামনগরে সুদের লেনদেন নিয়ে সংঘর্ষে আহত এক ব্যক্তির মৃত্যু

২০২৫ আগস্ট ২৬ ১৯:২৯:০১
শ্যামনগরে সুদের লেনদেন নিয়ে সংঘর্ষে আহত এক ব্যক্তির মৃত্যু

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগরে সুদের টাকা লেনদেনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত মুজিবর গাজী (৬২) মারা গেছেন।

আজ মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর এলাকার মৃত আহাদ আলী গাজীর ছেলে।

এর আগে গত রবিবার সকালে শ্যামনগরের সোনার মোড় এলাকায় মুজিবর গাজী ও অমল সরকারের মধ্যে সংঘর্ষে মুজিবরসহ উভয়পক্ষের ৬জন আহত হয়।

বংশীপুর গ্রামের সুশান্ত সরকার জানান, ২০ বছর আগে অমল সরকার ৫০ হাজার টাকা সুদে ধার নিয়েছিলেন মুজিবর গাজীর কাছ থেকে। সুদ-আসলে টাকা পরিশোধের পরও মুজিবর গাজী ৯০ হাজার টাকা দাবি করতে থাকেন অমল সরকারের কাছে। গত রবিবার সকালে সুদের টাকা চাইলে অমল সরকার সমুদয় টাকা পরিশোধ হয়েছে বলে মুজিবরকে জানান। এ নিয়ে তর্কাতর্কির এক পরযায়ে দুইপক্ষের মধ্যে লাটি-সোটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মুজিবর গাজী ও অমল সরকারসহ উভয়পক্ষের ৬ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অমল সরকার ও মুজিবর গাজীর অবস্থার অবনতি হলে তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে মঙ্গলবার দুপুরে মুজিবর গাজীর মৃত্যু হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা বলেন, সংঘর্ষে ঘটনায় সোমবার রাতে আলাউদ্দিন ও সুশান্ত সরকার বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছেন। মঙ্গলবার মুজিবর গাজীর মৃত্যু হলো। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

(আরকে/এসপি/আগস্ট ২৬, ২০২৫)

পাঠকের মতামত:

২৬ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test