সম্প্রসারিত বিসিকে সমৃদ্ধির আশা
-30.08.2025.jpg)
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পেরেশন (বিসিক) গোপালগঞ্জে ৫০ একর জমিতে সম্প্রসারিত বিসিক শিল্পনগরী গড়ে তুলেছে। নৌ, সড়ক ও রেল যোগাযোগ সম্বলিত এ শিল্পনগরীতে দেশের বৃহৎ-বৃহৎ উদ্যোক্তারা শিল্প ইউনিট স্থাপন করতে প্লট বরাদ্দ নিয়েছেন।কিছু শিল্প ইউনিট এখানে পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে। এসব শিল্প ইউনিটে জেলার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। পুরেদমে এ বিসিকের শিল্প ইাউনিটগুলো চালু হলে এ জেলার অন্তত ৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এতে জেলার অর্থনীতি হবে সমৃদ্ধ। জাতীয় অর্থনীতিতে এ শিল্পনগরী অবদান রাখবে।
গোপালগঞ্জ বিসিক শিল্প নগরী কর্মকর্তা সুজন দাস বলেন, শিল্প মন্ত্রণালয়ের অর্থায়নে ১০২ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে সম্প্রসারিত শিল্পনগরী বাস্তবায়ন করা হয়েছে। গোপালগঞ্জ শহরতলীর হারদাসপুরে মধুমতি নদীর তীরে এ নগরীর অবস্থান। ৫০ একরের এ শিল্পনগরীটি ২০২৩ সালের শুরুতে যাত্রা শুরু করে। এখানে বিসিকের প্রশাসনিক ভবন, নিরাপত্তা, ডাম্পিং ইয়ার্ড, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ,পানি, ড্রেনেজ সহ আধুনিক সব সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। বিসিক ঘিরে রয়েছে নৌ, সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা। নৌপথে পণ্য লোড-আনলোডের বন্দোবস্ত এখানে রাখা হয়েছে। এ বিসিকে মোট শিল্প প্লট ১৩৪টি। এরমধ্যে ৩৯টি প্লট উদ্যেক্তারা বরাদ্দ নিয়েছেন। দেশের বৃহৎ-বৃহৎ শিল্প উদ্যেক্তারা এখানে প্লট বরাদ্দ নিতে আগ্রহ দেখাচ্ছেন। এ বিসিকের ৬টি শিল্প ইউনিট পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু করেছে। এখানে ২শ’ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে ।পর্যায়ক্রমে সব শিল্প ইউনিট চালু হবে এমন আশাবাদ ব্যক্ত করে এ কর্মকর্তা বলেন, এতে জেলার অন্তত ৫ হাজার মানুষের প্রত্যক্ষ-পরোক্ষভাবে কর্মসংস্থান সৃষ্টি হবে। স্থানীয় ও জাতীয় অর্থনীতিতে এ বিসিক অবদান রাখবে।
পিসিএল পাওয়ার ইঞ্জিনিয়াররিং ওয়ার্কসপের সত্ত্বধিকারী মো: রমজান বলেন, আমরা প্লট বরাদ্দ নিয়ে কারখানা স্থাপন করেছি। অতি সম্প্রতি পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছি। এখনো পুরোপুরি চালু করতে পারিনি। দ্রুত এটি চালু করতে পাবর। আমার কারখানায় ইলেকট্রিক বাতি, ঝাঁড় বাতি সহ বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করছি। এখানে সম্ভাবনার একটি জায়গা রয়েছে, সেটি হল সব কারখানা চালু হলে কর্মসংস্থান প্রসারিত হবে। এখানে দিনে ৪ ঘন্টা বিদ্যুৎ থাকে না। তাই উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে আমাদের ক্ষতি হচ্ছে। চায়না থেকে ৫শ’ টাকার যে পরিমান গ্লাস আমাদনী করা যায়, গ্যাস থাকলে সেই গ্লাস মাত্র ৬০ টাকায় এখানে উৎপাদন করা সম্ভব । আমরা কাজ জানি, আমাদের কারখানায় রফতানী মুখী পন্য উৎপাদন করতে পারব। এগুলো বিদেশে রফতানী করতে পারলে প্রচুর বৈদেশিক মুদ্রায় আয় করা যাবে। তাই এ বিসিকে গ্যাসের ব্যবস্থা করলে দ্রুত শিল্পায়ন ঘটবে। তাই আমি এখানে গ্যাস চাই।
হারিদাসপুর গ্রামের বাসিন্দা ও সুলতানশাহী-কেকানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নাসির উদ্দিন (৫২) বলেন, হরিদাসপুর ছোট একটি গ্রাম। এখানে জমি-জায়গা খুব কম। এখানকার মানুষের আশা ছিল এখানে বিসিক হলে কল কারখানা স্থাপিত হবে। এলাকার মানুষ কর্মসংস্থাননের সুযোগ পাবে। সেই সাথে বাংলাদেশের আর্থসামজিক অবস্থার বিশাল উন্নতি সাধিত হবে। সেই লক্ষ্যেই এখানে বিসিক হয়েছে। বিগত সরকার না থাকার কারণে এখানকার মানুষ হতাশ। হয়তো গোপালগঞ্জে কিছু হবে কি না? বিসিকে শিল্প কলকারখানা চালু হবে কি না? আশাকরি বর্তমান সরকার ভাল কাজগুলো ধরে রাখবে। অন্যান্য জেলার মতো গোপালগঞ্জের দিকেও তাকাবে। বিসিক নিয়ে আমাদের যে আশা ছিল সেটা বাস্তবায়ন হবে। বিসিকে শিল্পায়নের মাধ্যমে এ জেলার মানুষের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে বলে আমি আশাকরি।
হরিদাসপুর গ্রামের বসিন্দা ইয়াসিন হোসেন রাকিব (৩১) বলেন, এখানে আমাদের জমি অধিগ্রহন করা হয়েছে। অনেক স্বপ্ন ছিল এখানে কলকারখানা হবে।আমাদের এলাকার মানুষ কাজের সুযোগ পাবে। পরিবার পরিজন নিয়ে ভাল থাকবে। কিছু কারখানা উৎপাদনে গেছে। সেখানে শ’শ’ মানুষ কাজ করছে। আমরা চাই সব শিল্প ইউনিট উৎপাদনে যাক। এ বিসিক কর্মচঞ্চল হয়ে উঠুক। তা হলে আমাদের জেলা আর্থিকভাবে সমৃদ্ধ হবে।
সম্প্রসারিত বিসিকে চালু হওয়া বণফুল এ্যান্ড কোম্পানীর শ্রমিক সাথী বেগম (২৫) বলেন, আমি বণফুলে প্যাকেজিং এর কাজ করি। এখান থেকে যা পাই তা দিয়ে আমার সংসার ভালভাবে চলে যায়। আমার মতো অনেকেই এখানে কাজ করেন। শিল্পনগরীর সব ইউনিট চালু হলে আমাদের মতো আরো হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। তাই আমরা এখানে দ্রুত শিল্পায়ন চাই।
গোপালগঞ্জ বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মো: মোশাররফ হোসেন বলেন, এ শিল্পনগরীর সাথে রেল, সড়ক ও নৌপথে যোগাযোগ রয়েছে। এখানকার পরিবেশ শিল্পবান্ধব। তাই এখানে কলকারখানা স্থাপনে উদ্যোক্তাদের আগ্রহ রযেছে।বর্তমানে ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করছে। এটি কেটে গেলেই বিসিক শিল্পনগরীতে পুরোদমে শিল্পায়ন হবে। এরমধ্য দিয়ে জেলাবাসীর আর্থিক উন্নতির স্বপ্ন পুরণ হবে।
গোপালগঞ্জ বিসিকের এজিএম এ.কে.এম কামরুজ্জামান বলেন, আমার বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলে বিদ্যুৎ সমস্যা নিরসন করব। এখানে গ্যাস দিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। এছাড়া সম্ভাবনাময় এ শিল্পনগরীর সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেব।
(টিবি/এসপি/আগস্ট ৩০, ২০২৫)
পাঠকের মতামত:
- ফুটবলে নতুন করে উন্মাদনা ছড়ানোর প্রত্যয় আসিফের
- মুক্তিবাহিনীর গেরিলা দল শিবপুর থানা আক্রমণ করে
- ‘স্থানীয় সরকার প্রতিনিধি না থাকায় মব ভায়োলেন্স হচ্ছে’
- ‘নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর’
- ‘নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না’
- ‘৫ আগস্টের পর এদেশে বাংলাদেশ পন্থীরাই কেবল রাজনীতি করতে পারবে’
- সোনার দাম আরও বাড়লো, ভরি ১৭৪৩১৮ টাকা
- বাগেরহাটে পুলিশের পোশাক পরে ডাকাতি, মোবাইল জ্যামারসহ গ্রেফতার ২
- ভিপি নূরের ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে বাগেরহাটে বিক্ষোভ
- জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- কাপ্তাইয়ে বিএনপি কর্মী বটন মল্লিক বহিষ্কার
- কাপাসিয়ায় সফিউল্লাহ মিঠুর গণসংযোগ
- রাজবাড়ীতে কমিউনিস্ট পার্টির জেলা সম্মেলন অনুষ্ঠিত
- নুরের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ
- টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর
- চাটমোহরে ‘মধু চক্রের’ সদস্যদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
- ফরিদপুর- ২ আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী জয়নুলের গণসংযোগ
- জামালপুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ যুবক আটক
- ফুলপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে বিদ্যালয়
- দিনাজপুরে বৃষ্টি উপেক্ষা করে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল
- ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক গুম বিরোধী দিবস পালিত
- জামালপুরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল সমাবেশ
- সম্প্রসারিত বিসিকে সমৃদ্ধির আশা
- ‘১৫ ফেব্রুয়ারির আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে’
- ডাকসু নির্বাচন : মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ
- আমি হব সকাল বেলার পাখি
- ‘৫ আগস্টের পর এদেশে বাংলাদেশ পন্থীরাই কেবল রাজনীতি করতে পারবে’
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘অ্যান্টিভেনম’ রাখার নির্দেশ
- যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যে মুসলিম উম্মাহর মহাসম্মেলন আয়োজনের পরিকল্পনা
- তৃতীয় শ্রেণি পর্যন্ত ধারাবাহিক মূল্যায়ন, সাময়িক পরীক্ষা হবে না
- দুরারোগ্য রোগে প্রতিবন্ধী হয়ে যাচ্ছেন উৎপল সরকার
- মুখভর্তি দাড়ি নিয়ে লোকচক্ষুর অন্তরালে রুমা বেগম
- পান খেতে ব্যস্ত চালক, সড়কেই উল্টে গেল বাস
- পদ্মা নদীর ভরাট বালু বিক্রির অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা
- বুধবার প্রদান করা হবে 'গ্র্যাজুয়েট স্বাধীনতা এওয়ার্ড ২০২৪'
- ড. ইউনূসকে নিয়ে বই লিখে তাকে উপহার দিলেন ব্রাজিলের সেকেন্ড লেডি লু
- ঝালকাঠিতে ৩ মামলায় কৃষক লীগ নেতা ও সাবেক পিপি আবদুল মান্নান কারাগারে
- ক্যানসার আক্রান্ত রোগীর মৃত্যু ক্যানসারে হয় না
- লক্ষ্মীপুরে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
- মুক্তি পাচ্ছে দেশের ইংরেজি সিনেমা ‘ডট’
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- আড়াই শতাধিক শিল্পীর অংশগ্রহণে ‘৩৬ জুলাই’ উদযাপন
- ভুটানের বিপক্ষে দারুণ জয়ে সাফ শুরু বাংলাদেশের
- আমার দেশ পত্রিকার কোটালীপাড়া প্রতিনিধির উপর যুবদল-ছাত্রদলের হামলা