E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশন

২০২৫ সেপ্টেম্বর ০২ ১৯:১৪:৪৯
সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশন

নির্মল কুমার সাহা, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৫০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। 

আজ মঙ্গলবার সকালে উপজেলার পানাম ফুড পার্ক,ফ্রেশ সুপার মার্কেটের চতুর্থ তলায় এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য, মুহাম্মদ গিয়াসউদ্দিন।

প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ সরকারি কলেজেরঅধ্যক্ষপ্রফেসর মো. আবুল কালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. দেলোয়ার হোসেন, তাহেরপুর ইসলামিক আলিম মাদ্রাসারঅধ্যক্ষমো. নাজমুল ইসলাম পাটওয়ারী, মোগরাপাড়া এইচ.জি.জি.এস স্মৃতি বিদ্যায়তনের প্রধান শিক্ষক মো. খলিল হোসেন ভূঁইয়া।

অনুষ্ঠানে ২৪টি স্কুল ও ৫টি মাদ্রাসার জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সনদ ও সম্মাননা তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড.মো.লুৎফর রহমান বলেন, বর্তমান প্রজন্মের মেধাবীরা আগামী দিনে দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। তাদের প্রতিভা বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার মান উন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের প্রণোদনা দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আজকের কৃতি শিক্ষার্থীরা শুধু নিজেদের পরিবার নয়, গোটা সমাজ ও দেশের জন্য এক বিশাল সম্পদ। তাদের সাফল্যের মধ্য দিয়েই আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠবে।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, যদি শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা, সুযোগ-সুবিধা ও নৈতিক শিক্ষা দেওয়া যায়, তবে তারা শুধু দেশে নয়, আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের নাম উজ্জ্বল করবে।তাই এদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষক, অভিভাবক ও সমাজের সকল স্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,তোমরা আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমকে জীবনের মূল চালিকাশক্তি হিসেবে গ্রহণ করতে হবে। শিক্ষা অর্জনের মধ্য দিয়েই জাতি সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক অভিভাবক ও শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

(এনকেএস/এসপি/সেপ্টেম্বর ০২, ২০২৫)

পাঠকের মতামত:

০৩ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test