E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরার ঝাউডাঙা জগন্নাথ দেবের মন্দিরের জায়গা দখলের চেষ্টা

২০২৫ সেপ্টেম্বর ০৩ ১৯:০৩:১৭
সাতক্ষীরার ঝাউডাঙা জগন্নাথ দেবের মন্দিরের জায়গা দখলের চেষ্টা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদরের ঝাউডাঙা বাজারের শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দিরের জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা অভিযোগ উঠেছে হাসান তারেক নামে এক ব্যক্তির বিরুদ্ধে। প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করলে ঝাউডাঙা ইউনিয়ন ভূমি কর্মকর্তা আকরাম হোসেন ওই কর্মকর্তার আদেশ মানছেন না বলে অভিযোগ উঠেছে।

ঝাউডাঙা শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির কমিটির সভাপতি সন্তোষ কুমার ঘোষ জানান, ওয়ারিয়া মৌজার মধ্যে ঝাউডাঙা বাজার ও জগন্নাথ দেব এর মন্দিরের এক একর দুই শতক জমি রয়েছে। ওই জমিতে মেলার বাসাপাশি বাজার বসে। মন্দিরের জমির কিছু অংশ বিনা নোটিশে সরকার খাস করায় মন্দির কমিটির পক্ষ থেকে সদর সহকারি জজ আদালতে দেঃ ৩২২/ ১২ নং মামলা দায়ের করেন। আদালত ২০২৪ সালের ২২ ফেব্রুয়ারি মন্দির কমিটির পক্ষে রায় ও ২৭ ফেব্রুয়ারি ডিক্রী প্রদান করেন। যে কারণে ওই জমিতে ডিসিআর দেওয়ার কোন অধিকার রাষ্ট্রপক্ষের নেই।

সন্তোষ ঘোষ আরো জানান, ২০১৮ সালে দক্ষিণ পাথরঘাটার হাসান তারেকসহ আটজন স্থানীয় তহশীলদারকে ম্যানেজ করে মন্দিরের কিছু জমি ডিসিআর নেন। তারা ওই জমি দখল করে ব্যবসা প্রতিষ্ঠান বানাতে চাইলে তারা বাধা দেন। একই সাথে তারা বিষয়টি তৎকালিন সদর সহকারি কমিশনার (ভূমি) দোবশীষ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) অবহিত করেন। অতিরিক্ত জেলা প্রশাসকের নির্দেশে ওই ডিসিআর বাতিলের নির্দেশ দেওয়া হয়। একইসাথে ওই জমিতে যাতে কোন স্থাপনা নির্মাণ করা না হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সদর সহকারি কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ি ডিসিআর গ্রহীতারা পিছু হটে। কিন্তু গত বছরের ৫ আগষ্টের পর দেশে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হওয়ায় ও বড় ভ্ইা শাহজাহান আলী ঝাউডাঙা বাজার কমিটির সভাপতি হওয়ায় হাসান তারেক ঝাউডাঙার তহশীলদার আকরাম হোসেনকে ম্যানেজ করে গত শনিবার সকালে মন্দিরের জায়গায় তার পূর্বের ডিসিআর মূলে ট্রাকের কভার বসিয়ে তার মধ্যে রেডিমেড পোশাক রেখে ব্যবসা শুরু করেন। বাধা দেওয়ায় তিনি দোকান না খুললেও ট্রাকের কভার দিয়ে জায়গা দখলে রেখেছেন। বিষয়টি নিয়ে তিনি জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদর সহকারি কমশিনারের কাছে গত মঙ্গলবার অভিযোগ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহম্মদ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা ও তদন্ত প্রতিবেদন দাখিল করতে বললেও সংশ্লিষ্ট তহশীলদার আকরাম হোসেন বিশেস সুবিধা নিয়ে হাসান তারেখের পক্ষে অবস্থান নিয়ে ওই জমি নিয়ে কোন মন্তব্য না করার জন্য তাকেসহ(সন্তোষ) মন্দির কমিটির নেতৃবৃন্দকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন।

এ ব্যাপারে ঝাউডাঙা বাজার পরিচালনা কমিটির সভাপতি শাহজাহান আলী জানান, তার ভাই হাসান তারেক বাংলঅ ১৪৩২ সাল পর্যন্ত মন্দিরের দখলীয় জমি ডিসিআর নিয়েছে মর্মে দাবি করে সেখানে ব্যবসা করতে চায়।

ঝাউডাঙা ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার আকরাম হোসেন বলেন, জমি নিয়ে অনেক সমস্যা। প্রয়োজন হলে তার অফিসে আসতে হবে। নইলে কোন উত্তর দেবেন না তিনি।

(আরকে/এসপি/সেপ্টেম্বর ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

০৩ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test