E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিয়ের আসরে হাজির ভ্রাম্যমাণ আদালত, জরিমানা দিলেন বর

২০২৫ সেপ্টেম্বর ০৩ ১৯:১৯:৪১
বিয়ের আসরে হাজির ভ্রাম্যমাণ আদালত, জরিমানা দিলেন বর

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ১৬ বছরের স্কুল ছাত্রীর ভূয়া জন্মসনদ বানিয়ে ১৯ বছর করে বাল্যবিয়ে দেয়ার সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা তরেছে প্রশাসন।

আজ বুধবার দুপুরে বরিশালের গৌরনদীতে সদ্য যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান উপজেলার বার্থী ইউনিয়নের বড় দুলালী গ্রামে এ অভিযান পরিচালনা করেন। এসময় বর ও কনের পিতাকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করে আদালত।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বড় দুলালী গ্রামের মোস্তফা খোন্দকারের অষ্টম শ্রেণী পড়ুয়া (১৬) মেয়ের সঙ্গে একই উপজেলার হোসনাবাদ গ্রামের হারুন মৃধার ছেলে অহেদ হোসেনের বিয়ের দিন ধার্য ছিলো বুধবার। এনিয়ে কনের বাড়িতে বিয়ের সকল আয়োজন চলছিলো। বর ও কনে পক্ষের আত্মীয়রা কনের বাড়িতে অবস্থান করছিলো। এরইমধ্যে বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার আগেই ভ্রাম্যমান আদালত কনের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় বাল্যবিয়ের অপরাধে বর ও কনের বাবাকে জরিমানা করেন এবং বাল্যবিয়ে বন্ধ করে দেওয়া হয়।

অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসান বলেন, বাল্যবিয়ের খবর পেয়ে কনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় কনের পরিবার পাশ্ববর্তী উপজেলার একটি ইউনিয়ন থেকে বয়স বৃদ্ধির তৈরি করা জন্মসনদ প্রদর্শন করেন। তবে কনের বয়স নিয়ে সন্দেহ হওয়ায় কনের স্কুল থেকে বয়স বিষয়ক কাগজ ও বার্থী ইউনিয়ন থেকে করা জন্মসনদ তলব করে অপ্রাপ্তবয়সের বিষয়টি নিশ্চিত করা হয়। পরবর্তীতে ভূয়া জন্মসনদ তৈরির বিষয়টি কনের বাবা ও বর স্বীকার করায় বরকে ২৫ হাজার টাকা এবং কনের বাবাকে ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

তিনি আরও বলেন, কনের বয়স ১৮ বছরের পূর্ণ হবার পূর্বে এ বিয়ে সম্পন্ন করবে না বলে উভয়ের মুচলেকা নেয়া হয় এবং বিষয়টি নজরদারির জন্য সংশ্লিষ্ট চেয়ারম্যান, মেম্বার, ইউপি সচিব ও গ্রামপুলিমের কাছে নজরদারি জিম্মা প্রদান করা হয়। ভূয়া জন্মনিবন্ধন করা ইউচি সচিব ও চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

০৩ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test