E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বরিশালে মেয়ের মৃত্যুর শোক সইতে না পেরে মায়ের মৃত্যু

২০২৫ সেপ্টেম্বর ০৩ ১৯:৩০:১৯
বরিশালে মেয়ের মৃত্যুর শোক সইতে না পেরে মায়ের মৃত্যু

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : মেয়ের অস্বাভাবিক মৃত্যুর শোক সইতে না পেরে বিলাপ করতে করতে মায়েরও মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে বরিশালের মুলাদী উপজেলার পশ্চিম বোয়ালিয়া গ্রামে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে মৃত মায়ের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এর পূর্বে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মৃত্যুবরণ করা মরিয়ম বেগমের (৬৫) স্বামী ওই গ্রামের লতিফ দুরানী জানিয়েছেন, গত ৩১ আগস্ট সকালে তার মেয়ে রেশমা বেগমের বোয়ালিয়া গ্রামের স্বামীর বাড়ি থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে থানা পুলিশ। মেয়ের মৃত্যুর পর তার (লতিফ) স্ত্রী মরিয়ম বেগম মানসিকভাবে ভেঙে পরে এবং সারাক্ষণ বিলাপ করতে থাকে। গত দুইদিন ধরে মেয়ের শোকে বিলাপ করতে করতে মঙ্গলবার সন্ধ্যায় মরিয়ম গুরুতর অসুস্থ হয়ে পরে। পরে তাকে (মরিয়ম) উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

সফিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী হোসেন সোহাগ বলেন, মরিয়ম বেগম তার মেয়ে রেশমাকে অনেক ভালোবাসতেন। তাই মেয়ের মৃত্যুর শোকে তিনি মানসিকভাবে ভেঙে পরেন এবং বিলাপ করতে করতে অসুস্থ হয়ে মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যুবরণ করেছেন। মুলাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইয়েদুর রহমান জানিয়েছেন, শারীরিক দুর্বলতা ও মানসিক চাপে মরিয়ম বেগম হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

লতিফ দুরানী আরও বলেন, তার মেয়ে জামাতা আব্দুল লতিফ বেপারী, নাতি সুমন ও সুজন একটি হত্যা মামলায় কারাগারে থাকায় মেয়ে রেশমা চরম হতাশায় ছিলো। পরে গত ৩১ আগস্ট সকাল আটটার দিকে থানা পুলিশ নিজ ঘর থেকে রেশমার লাশ উদ্ধার করেন।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

০৩ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test