E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জমি রেজিষ্ট্রি করতে জাল ওয়ারিশ দাখিল

২০২৫ সেপ্টেম্বর ০৩ ১৯:৩৩:০৬
জমি রেজিষ্ট্রি করতে জাল ওয়ারিশ দাখিল

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : জমি রেজিষ্ট্রি করতে জাল ওয়ারিশ দাখিলের ঘটনায় সংশ্লিষ্ট দলিল লেখককে শোকজ করা হয়েছে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে দলিল লেখকরা কর্মবিরতী পালন করেছেন। ঘটনাটি বরিশালের গৌরনদী সাব-রেজিষ্ট্রি অফিসের।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী সাব-রেজিষ্টার জহিরুল হক বলেন, গত রোববার খাঞ্জাপুর এলাকার একটি জমি রেজিষ্ট্রির জন্য দলিল লেখক কাজী বিপ্লব হোসেন কাগজপত্র দাখিল করেন। দাখিলকৃত কাগজপত্রের সঙ্গে দেওয়া ওয়ারিশ সনদপত্র নিয়ে সন্দেহ তৈরি হয়। পরবর্তীতে খোঁজখবর নিয়ে ওয়ারিশ সনদপত্রটি জাল প্রমানিত হয়। এঘটনায় ওই দলিল লেখককে শোকজ করা হয় এবং দুইদিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়। শোকজের ঘটনায় মঙ্গলবার অর্ধবেলা এবং বুধবার দুপুর পর্যন্ত অধিকাংশ দলিল লেখকরা কর্মবিরতি পালন করেন।

এ বিষয়ে জানতে দলিল লেখক কাজী বিপ্লব হোসেনের মুঠোফোনে জানতে চাইলে তিনি কোন বক্তব না দিয়ে ফোনটি দলিল লেখক সমিতির সভাপতি কাওসার হোসেনের হাতে তুলে দেন। কর্মবিরতি পালনের বিষয়টি অস্বীকার করে দলিল লেখক সমিতির সভাপতি কাওসার হোসেন বলেন, খাঞ্জাপুর এলাকার হারুন অর রশিদ নামের এক ব্যক্তি ওই ওয়ারিশ সনদপত্রটি দাখিল করেছিলেন। যা তিনি (হারুন) সাব-রেজিষ্ট্রি অফিসে গিয়ে স্বীকারও করেন। এরপরও দলিল লেখক বিপ্লবের দুই দিনের জন্য দলিল লেখা বন্ধ ও শোকজ করা হয়। এনিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিলো। যা সমাধান হয়ে গেছে।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

০৩ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test