E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নগরকান্দায় উপ মহাদেশের প্রখ্যাত দোতারা বাদক ও সংগীত সাধকের স্মরণ সভা 

২০২৫ সেপ্টেম্বর ০৬ ১৮:১৯:৪৬
নগরকান্দায় উপ মহাদেশের প্রখ্যাত দোতারা বাদক ও সংগীত সাধকের স্মরণ সভা 

প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরের নগরকান্দায় উপমহাদেশের প্রখ্যাত দোতারা বাদক ও সংগীত সাধক শ্রী কানাইলাল শীলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমি আয়োজনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিল্পকলা একাডেমীর সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন,শ্রী কানাইলাল শীল ছিলেন দোতারার জাদুকর। তাঁর হাতের তারে জীবনের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, প্রেম-বিরহের সুর ধ্বনিত হতো। তিনি শুধু একজন শিল্পী নন, বরং ছিলেন সংগীত সাধক, যিনি বাংলা লোকসংগীতকে বিশ্বমঞ্চে পরিচিত করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছেন।

স্মরণসভায় তাঁর জীবন ও কর্ম নিয়ে আলোচনা হয় এবং তরুণ প্রজন্মকে লোকসংগীত চর্চায় অনুপ্রাণিত করার আহ্বান জানানো হয়। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা তাঁর বাজনার সুরে লোকসংগীত পরিবেশন করে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন।

শিল্পকলা একাডেমীর (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও রিপোর্টার্স ইউনিটি সদস্য সচিব সাংবাদিক শফিকুল ইসলাম মন্টু বলেন, শ্রী কানাইলাল শীলের অবদান যুগের পর যুগ বাংলার সংগীতপ্রেমীদের হৃদয়ে বেঁচে থাকবে। তাঁর স্মৃতি ধরে রাখতে নিয়মিতভাবে স্মরণসভা ও সাংস্কৃতিক আসর আয়োজনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

স্মরণ সভায় নগরকান্দা থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহসভাপতি আলিমুজ্জামান সেলু, দৈনিক খোলা চোখে সম্পাদক মাহাবুব আহাদ, কানাইলাল শীলের নাতী বাদল শীল, মাহাবুব আলী মিয়া, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলান, পৌর যুবদলের সাবেক সভাপতি তৈয়াবুর রহমান মাসুদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমান মিজান, রিপোর্টার্স ইউনিটির সদস্য বোরহান আনিস, শফিকুল খান জনি, আরিফুজ্জামান হিমন, লিটন খান আবু নাছির, প্রসেনজিৎ বিশ্বাস,পৌর ওলামা সাধারণ সম্পাদক মজিবুর রহমান মিয়া, পৌর বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক ইকবাল সহ অন্যান্য প্রমুখ।

উল্লেখ্য, লোকমুখে এখনো তার বেশ কিছু গান প্রচলিত রয়েছে, যার লাগিয়া মন কাঁদে সে জানে না, নদীর কূলে বসে থাকি জলের ঢেউ দেখি, সোনার তরী ভাসিয়ে দিলাম পদ্মার জলে রে ভাই। বন মালী তুমি পরজনমে হইও রাধা।

(পিবি/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৬ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test