E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরায় ঈদে মিলাদুন্নবী পালিত

২০২৫ সেপ্টেম্বর ০৬ ১৮:৩১:০২
সাতক্ষীরায় ঈদে মিলাদুন্নবী পালিত

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : আরবি বছরের হিসাবে আজ শনিবার ১২ রবিউল আউয়াল। এ দিন সারাবিশ্বের মুসলিম উম্মাহ মহানবীর (সা.) জন্মবার্ষিকী উপলক্ষে পালন করেন ঈদে মিলাদুন্নবী। সে ধারাবাহিকতায় সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী।

দিবসটি উপলক্ষে ৭ নম্বর ওয়ার্ড রইচ পুর যুব কমিটি ও ঐ এলাকার গণ্যমান্য মুরুব্বীদের উদ্যোগে
‘জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী’ শীর্ষক র‍্যালি দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া ও মাহফিল পরিচালনা করেন, রইচ পুর পশ্চিমপাড়া জামে মসজিদের খতিব হাফেজ আব্দুল্লাহ আল বাকি।

দোয়া ও মাহফিল শেষে একটি র‍্যালি বাহির হয়, র‍্যালিটি আব্দুর রাজ্জাক মোড় থেকে শুরু হয়ে দক্ষিণপাড়া, পশ্চিমপাড়াসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মাহাবুব আলমের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাতক্ষীরা জেলা শাখা যুগ্ন আহবায়ক মহাসিন আলম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড রইচপুর জামায়াতের আমির হাফেজ মাওলানা নুরুল হক, মাওলানা আজগার আলী, মোহাম্মদ আলী হুজুর,আবুল হাসান, যুব কমিটির নেতৃবৃন্দসহ প্রমুখ।

এসময় মহাসিন আলম বলেন, ইসলামী শরিয়াহ অনুযায়ী জীবনযাপন করতে হলে অবশ্যই রসূলের দেয়া পথে পরিচালিত হতে হবে। তাহলেই দুনিয়া এবং আখেরাতে শান্তির পথ উন্মুক্ত হবে।

(আরকে/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৬ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test