E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপাসিয়ায় বৈষম্যমুক্ত ও গুণগত শিক্ষা নিশ্চিতকরণ বিষয়ক সেমিনার 

২০২৫ সেপ্টেম্বর ০৬ ১৯:১৪:০৬
কাপাসিয়ায় বৈষম্যমুক্ত ও গুণগত শিক্ষা নিশ্চিতকরণ বিষয়ক সেমিনার 

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ার কৃতিসন্তান  বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা সাবেক পাট মন্ত্রী "ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ্ স্মৃতি ফাউন্ডেশনের" আয়োজনে "বৈষম্যমুক্ত ও গুনগত শিক্ষা নিশ্চিতকরণ সময়ের দাবী: চ্যালেঞ্জ উত্তরণে কাপাসিয়া মডেল" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আজ শনিবার সেপ্টেম্বর শনিবার স্থানীয় মডিউল কনভেনশন সেন্টারে আলোচনা সভাটি  'কলেজ প্রিন্সিপালস অ্যাসোসিয়োশনের' উদ্যোগে অনুষ্ঠিত হয়।

কাপাসিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।

বিশিষ্ট শিক্ষানুরাগী ও বিএনপি নেতা ফ ম মমতাজ উদ্দিন রেনুর সার্বিক ব্যবস্থাপনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সভাপতি ও শহীদ তাজউদ্দীন আহমদ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আফলাতুন।

কাপাসিয়া সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ মোঃ ইকবাল হায়দার সবুজের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কাপাসিয়া ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি একেএম মাজহারুল ইসলাম। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ময়মনসিংহ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আক্তারুজ্জামান ফরিদ, বঙ্গতাজ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আওলাদ হোসেন, শরীফ মোমতাজ উদ্দীন আহমেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মোঃ আবুল কাশেম, আলহাজ্ব রেজাউল হক মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, কামারগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ মাজহারুল ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।

প্রধান অতিথি শাহ রিয়াজুল হান্নান বলেন, দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে শিক্ষাক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা খুবই জরুরি। শিক্ষাকে পরিকল্পনা মাফিক বিশ্বমানের প্রতিযোগিতা মূলক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য নিরলস ভাবে কাজ করতে হবে। শিক্ষকরা যে কোন রাজনৈতিক দলের মতাদর্শের হতে পারে, কিন্তু কাউকে শিক্ষাঙ্গনে রাজনৈতিক কর্মকান্ড করতে দেয়া হবে না বলে তিনি জানান।শিক্ষকদের বিষয় ভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা কর, প্রান্তিক শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তির ব্যবস্থা করার বিষয়ে তিনি গুরুত্ব দেন।

তিনি আরো বলেন, গুণগত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা আমাদের সামাজিক দায়িত্ব। প্রত্যেককে আত্মমর্যাদা, আত্মজাগরণ, চরিত্র গঠন, সৃজনশীলতা, কর্তব্যবোধ থেকে গরিবের জন্য আইন প্রয়োগের বিষয় গুরুত্ব দেন তিনি।

(এসকেডি/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৬ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test