E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাণীশংকৈলে বহিষ্কার করায় কৃষক দলের সভাপতিকে হুমকি

২০২৫ সেপ্টেম্বর ০৬ ১৯:২০:২১
রাণীশংকৈলে বহিষ্কার করায় কৃষক দলের সভাপতিকে হুমকি

আহমেদ ইসমাম, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল এ কৃষক দলের সাবেক সহসভাপতি মাসুদ রানার বিরুদ্ধে অশ্লিল ভাষায় গালিগালাজ ও প্রাণ নাসের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত শুক্রবার কৃষক দলের সভাপতি মোশারফ হুসাইন স্থানীয় থানায় সাধারণ ডায়রি করেছে।

মোশারফ বলেন, তাকে বহিস্কারের পর গত ১৮/০৮/২৫ইং তারিখে বিকেল পৌরশহরে মৌচাক হোটেলের সামনে মাসুদ অশ্লিল ভাষায় গালিগালাজ করিয়া প্রাণ নাসের হুমকি দিয়ে বলে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করবে। এছাড়াও বিএনপির দল নিয়ে বিভিন্ন খারাপ মন্তব্য করেন বীমা কর্মী মাসুদ রানা।

জানা গেছে এনিয়ে উপজেলা কৃষকদলের সভাপতি মোশাররফ হুসাইন বাদী হয়ে গত শুক্রবার তার বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

তিনি আরো বলেন তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা করা হবে।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাসুদ রানা দাবী করে তিনি এখনো কৃষকদলের সহসভাপতি পদে আছেন।

এর আগে বহিষ্কৃত কৃষক দলের সহসভাপতি মাসুদ রানা রাণীশংকৈল প্রেসক্লাব কে উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। সেই সাথে রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম নানা ভাবে হুমকি দিয়ে আসছিল। এই অভিযোগে দলের নির্দেশে উপজেলা কৃষকদলের সভাপতি মোশারফ হুসাইন তাকে বহিস্কার করে।

(এআই/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৬ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test