E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জামালপুর ও শেরপুরের শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

২০২৫ সেপ্টেম্বর ০৬ ১৯:২৮:০০
জামালপুর ও শেরপুরের শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

রাজন্য রুহানি, জামালপুর : জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত জামালপুর ও শেরপুর জেলার কলেজসমৃহের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও শিক্ষকদের সাথে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ বলেন, মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং ২৪ এর জুলাই-আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্বপ্ন দেখা শুরু করেছি। স্বপ্ন দেখা শুরু করছি কেন? একটা বিশ্ববিদ্যালয় দেশের ৭০ শতাংশ উচ্চশিক্ষা নিয়ন্ত্রণ করে। এই প্রতিষ্ঠানটির ভাগ্য যদি ভালো না হয়, তাহলে দেশের শিক্ষা ব্যবস্থাও ভালো থাকতে পারে না। দুটি জায়গা। প্রাথমিক শিক্ষা আরেকটি জাতীয় বিশ্ববিদ্যালয়। প্রাথমিক শিক্ষায় যদি প্রচুর পরিমাণ ইনভেস্ট করতে না পারি, প্রাথমিক শিক্ষার যে হাল, সেটার উত্তরণ ঘটবে না। প্রাথমিক শিক্ষায় সরকারি এমপিওভুক্ত ৬০-৬২ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রায় ৩৫ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক নেই। তেমনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযথ লোকবল এবং শিক্ষার মান্নোয়ন ঘটাতে না পরলে দেশের কল্যাণ হবে না।

সভাপতির বক্তব্যে সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদ বলেন, শিক্ষাক্ষেত্রে মহৎ ব্যক্তিদের নিয়ে জামালপুর ও শেরপুর অঞ্চলে এ ধরনের অনুষ্ঠান আমার মনে হয় না ইতোপূর্বে হয়েছে। দুই জেলার জন্য আজকে একটি ঐতিহাসিক দিন। এ ধরনের একটি অনুষ্ঠান করা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। আমার বিশ্বাস, জামালপুর-শেরপুর অঙ্গনে শিক্ষার মানোন্নয়নে এটি একটি ইতিবাচক সুফল বয়ে আনবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ মনিটরিং এন্ড ইভালুয়েশন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক সাহাব উদ্দিন আহাম্মদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাসলিমা আক্তার, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রুকনুজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রউফ, সরকারি জাহিদ সফির মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ফাহিমা সুলতানা, শেরপুর মহিলা কলেজে অধ্যক্ষ আজম রেজাউল করিম খান, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান প্রমুখ।

মতবিনিময় সভায় জামালপুর ও শেরপুর জেলার কলেজসমৃহের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৬ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test