E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০২৫ সেপ্টেম্বর ১০ ১৮:৩৪:১১
ফরিদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

দিলীপ চন্দ, ফরিদপুর : আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির প্রতিনিধিরা অংশ নেন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সোহরাব হোসেন ও মিন্টু বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল, সিভিল সার্জন মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, ফরিদপুর প্রেসক্লাব সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীসহ রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনায় পূজাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থা ও নিরাপত্তা জোরদারের নানা সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য—

১. বিজয়া দশমীর দিনে দ্রুত প্রতিমা বিসর্জনের জন্য ঘাট প্রস্তুত রাখা।

২. পূজার সাতদিন সব মদের দোকান বন্ধ রাখা।

৩. পূজামণ্ডপে ডিজে গান নিষিদ্ধ করে ধর্মীয় সংগীত, আরতি প্রতিযোগিতা আয়োজন।

৪. নারী ও শিশুদের নিরাপত্তায় কঠোর পদক্ষেপ গ্রহণ।

৫. প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন ও স্বেচ্ছাসেবকদের পরিচয়পত্র ব্যবহার বাধ্যতামূলক করা।

৬. বিকল্প বিদ্যুতের ব্যবস্থা রাখা।

৭. আইন-শৃঙ্খলা রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা।

৮. পূজার সময়ে শহরের চকবাজার ঘাটহাট বন্ধ রাখা।

সভায় জেলা প্রশাসক বলেন, “সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে। কোনো দুষ্কৃতিকারী যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেদিকে সজাগ থাকতে হবে।”

সভায় পূজা উদযাপন পরিষদ ও বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

(ডিসি/এসপি/সেপ্টেম্বর ১০, ২০২৫)

পাঠকের মতামত:

১০ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test