E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাত দফা দাবিতে দিনাজপুরে রেলপথ অবরোধ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা

২০২৫ সেপ্টেম্বর ১৭ ১৫:৪৫:৪১
সাত দফা দাবিতে দিনাজপুরে রেলপথ অবরোধ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা

শাহ্ আলম শাহী, দিনাজপুর : সাত দফা দাবিতে দিনাজপুরে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে দিনাজপুর শহরের ফুলবাড়ী রেল ক্রসিং এ অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে ।

তাদের অবরোধের কারণে দিনাজপুর রেল স্টেশনে আটকা পড়ে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস এবং রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর রেল স্টেশনের সুপার মো.জিয়াউল হক জিয়া।

সকাল ৯ টা ৫০ মিনিট থেকে এরিপোর্ট লেখা পর্যন্ত ট্রেন দু'টি দিনাজপুর রেল স্টেশনে অবস্থান করছে বলে জানিয়েছেন স্টেশন সুপার জিয়াউল হক জিয়া।

সকাল সাড়ে ৯ টা থেকে শিক্ষার্থীরা সাত দফাসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার ফেস্টুন হাতে সড়কে বিক্ষোভ করতে থাকেন। এ সময় মাইকে শিক্ষার্থীরা তাদের সাত দফা দাবি উল্লেখ করে বক্তব্য দেন।

বেলা ১১টায় ঘটনাস্থলে উপস্থিত হন জেলা প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা। দুপুর একটার দিকে এ রিপোর্ট লেখার সময় অবরোধ কর্মসূচি চলছিল।

আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে মোহাম্মদ হান্নান হোসেন বলেন, ‘ আমরা দীর্ঘদিন ধরে সাত দফা দাবিতে আন্দোলন করে আসছি। যৌক্তিক দাবিতে আন্দোলন করছি। সেই দাবি না মেনে উল্টো আন্দোলন করলে গুলি করার হুমকি দেওয়া হচ্ছে আমাদের। আমরা বিভিন্ন সময়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছি। কিন্তু প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের দাবিগুলোর প্রতি ও আন্দোলনের বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

তাই বাধ্য হয়ে আমরা আবারও রাস্তায় নেমেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া না হবে , আমরা এভাবেই আন্দোলন করে যাব। ঘরে ফিরবো না।'

শিক্ষার্থীদের দাবির মধ্যে আছে, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল ও জড়িতদের চাকরিচ্যুতি এবং ২০২১ সালের নিয়োগবিধি সংশোধন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির নিয়ম বাতিল এবং চার বছর মেয়াদি আধুনিক কারিকুলাম প্রণয়ন, উপসহকারী প্রকৌশলী পদে (দশম গ্রেড) ডিপ্লোমা প্রকৌশলীদের পদ সংরক্ষণ নিশ্চিত করা।

এছাড়া কারিগরি শিক্ষা খাতের সকল প্রশাসনিক পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের নিয়োগ, স্বতন্ত্র কারিগরি মন্ত্রণালয় ও কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন, উচ্চশিক্ষার জন্য বিশেষায়িত টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে শতভাগ আসনে ভর্তির সুযোগের দাবিও করেছেন তারা।

(এসএএস/এএস/সেপ্টেম্বর ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

১৭ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test