E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সৌদি প্রবাসী বেলালের ১৯ লাখ টাকার মালামাল আত্মসাৎ, শ্বশুর-জামাই গ্রেপ্তার

২০২৫ সেপ্টেম্বর ২০ ১৮:৪২:৩৭
সৌদি প্রবাসী বেলালের ১৯ লাখ টাকার মালামাল আত্মসাৎ, শ্বশুর-জামাই গ্রেপ্তার

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সৌদি আরবের রিয়াদে একই মালিকের প্রতিষ্ঠানে কর্মরত বরিশালের এক ব্যক্তির ১৯ লাখ টাকার সেনার গহনা ও মালামাল বাড়িতে পৌঁছে দেওয়ার নামে প্রতারণা করার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ জামাই ও শ্বশুরকে গ্রেপ্তার করেছে।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ইন্দ্রনগর গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ইন্দ্রনগর গ্রামের লোকমান মোড়লের ছেলে ছিদ্দিক মোড়ল (৫৩) তার জামাতা একই গ্রামের মোবারেক আলী শেখের ছেলে হাবিবুল্লাহ ওরফে মিঠু (৩৭)।

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাহেরচর গ্রামের আবুল বাশার চুন্নুর ছেলে বেলাল হোসেন জানান, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের সারাকাত আলীর ছেলে আল মামুন হোসেনের(৩১) সঙ্গে সৌদি আরবের রিয়াদে একই মালিকের প্রতিষ্ঠানে কাজ করার সুবাদে তার সুস্পর্ক তৈরি হয়। আল মামুন ওই প্রতিষ্ঠানের ফুড ডেলিভারিম্যান হিসেবে কাজ করতো। তিনি (মামুন) ওই মালিকের (মামা) একটি দোকানের ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। আল মামুন বাড়িতে যাওয়ার বিষয়টি তাকে জানালে তিনি কোন মালামাল বাড়িতে পাঠাতে চাইলে তার কাছে দিতে পারেন বলে তাকে জানান। একপর্যায়ে তিনি ১০৮ গ্রাম ওজনের ৫টি সোনার চুরি, একটি আংটি ও একটি নেকলেস যার বাজার মূল্য ১৬ লাখ টাকা ও কসমেটিকস, কাপড়সহ দুটি লাগেজ ভর্তি তিন লাখ টাকার জিনিসপত্র গত ৩১ আগষ্ট মামুন বাংলাদেশে যাওয়ার আগে তার কাছে পৌঁছে দেন। পহেলা সেপ্টেম্বর তিনি বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারেন যে কোন মালামাল সেখানে পাঠানো হয়নি। আল মামুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। একপর্যায়ে তিনি বাড়ি ফিরে এসে ১২ সেপ্টম্বর রাত ১১টার দিকে নওয়াপাড়া গ্রামে আল আমিনের বাড়িতে যান। আগে থেকে খবর পেয়ে আল মামুন বাড়িতে আসেনি। একপর্যায়ে গত শুক্রবার রাত ১০টার দিকে তিনি আসামী ছিদ্দিক মোড়লের বাড়িতে যেয়ে আসামী আল মামুন ও হাবিবুল্লাহ মিঠুসহ তিন/চারজন আসামীকে সেখানে দেখতে পান। এ সময় আসামীরা তাকে চলে যেতে বলে। বেশি বাড়াবাড়ি করলে খুন করার হুমকি দেওয়া হয়। এরই মধ্যে আল মামুন কৌশলে পালিয়ে যায়। পুলিশ ছিদ্দিক মোড়ল ও তার জামাতা মিঠুকে নলতা এলাকা থেকে শুক্রবার রাতে সাড়ে ১১ টার দিকে আটক করে ও তাদের দেওয়া তথ্য মতে তার ব্যবহৃত লাগেজসহ কিছু মালামাল উদ্ধার করে।

এদিকে স্থানীয় দায়িত্বশীল সূত্র জানায়, ছিদ্দিক মোড়ল একজন কুখ্যাত চোরাচালানি। তার আদি বাড়ি কালিগঞ্জ উপজেলার শীতলপুরে। পরবর্তীতে তিনি শ্বশুর বাড়িতে এসে ইন্দ্রনগরে বাড়ি করেন। মেয়েকে বিয়ে দেন একই গ্রামের হাবিবুল্লাহ মিঠুর সাথে। মিঠু বর্তমানে আহম্মদ শেখ এর বাড়ির ভাড়াটিয়া। কয়েক বছর আগে সুন্দরবনের খোলপেটুয়া নদীতে তিন কোটি টাকার চোরাই পণ্যভর্তি ট্রলারসহ তাকে গ্রেপ্তার করা হয়। মিঠু কিছুদিন সৌদি আরবে ছিল। সে কারণে আল মামুন ও মিঠুসহ একটি চক্র সৌদি প্রবাসীদের কাছ থেকে দেশের বাড়িতে মালামাল পৌঁছে দেওয়ার নাম করে প্রতারণা করে আসছে। তারই ধারাবাহিকতায় গত ৩১ আগষ্ট ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছানো মাত্র পূর্ব পরিকল্পনা অনুযায়ি মিঠু ও ছিদ্দিক মোড়ল একত্রে আল মামুনের সঙ্গে থাকা লাগেজ নেওয়ার জন্য যান। সিসি টিভি ফুটেজ থেকে আল মামুনের কাছ থেকে মিঠু ও ছিদ্দিক মোড়লের লাগেজ নেওয়ার ছবি সংগ্রহ করা হয়। বেলাল ১২ সেপ্টেম্বর রাতে আল মামুনের বাড়িতে এলে নাটের গুরু আরিজুল ইসলামের সার্বক্ষণিক কাছে থাকা ছিদ্দিক মোড়ল তার জামাতা মিঠুকে নিয়ে পরামর্শ করে। শুক্রবার রাত সোয়া ১১টার দিকে নাটের গুরুর অফিসের দোতলার ছাদে পরামর্শ করার সময় পুলিশ শ্বশুর ও জামাতাকে গ্রেপ্তার করে। প্রধান আসামী আল মামুন গ্রেপ্তার না হলে সোনার গহনাসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা যাবে না এমন কথা বলে আটকের স্থান বাদিকে ছিদ্দিক মোড়লের বাড়ি থেকে লিখতে বলা হয়। যদিও আসামী আদালতে পাঠানোর সময় তাদেরকে শনিবার সকাল সাড়ে ৬টায় ছিদ্দিক মোড়লের বাড়ি থেকে গ্রেপ্তার দেখানো হয়।

এ ব্যাপারে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, এ ঘটনায় বেলাল হোসেন বাদি হয়ে আল আমিন, ছিদ্দিক মোড়ল ও হাবিবুল্লাহ মিঠুর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে শনিবার থানায় একটি প্রতারণা ও আত্মসাতের মামলা দায়ের করেছেন। কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। অবশিষ্ট মালামালাল উদ্ধারের চেষ্টা চলছে। ছিদ্দিক মোড়ল ও তার জামাতা হাবিবুল্লাহ মিঠুকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামী আল মামুনসহ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদের জন্য জামাই ও শ্বশুরকে আদালতে রিমাণ্ড আবেদন জানানো হবে।

সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক রামপদ দাস জানান, আসামী ছিদ্দিক মোড়ল ও হাবিবুল্লাহ মিঠুকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম তনিমা মণ্ডল তন্বীর আদেশে আজ শনিবার বিকেলে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

(আরকে/এসপি/সেপ্টেম্বর ২০, ২০২৫)

পাঠকের মতামত:

২০ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test