E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বোয়ালমারীর বর্ণিরচরে তারুণ্যের উৎসব, ক্রীড়া ও সংস্কৃতির মিলনমেলা

২০২৫ সেপ্টেম্বর ২০ ১৯:০২:৩৮
বোয়ালমারীর বর্ণিরচরে তারুণ্যের উৎসব, ক্রীড়া ও সংস্কৃতির মিলনমেলা

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বর্ণিরচর প্রাথমিক বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো “তারুণ্যের উৎসব–২০২৫”। দিনব্যাপী এ আয়োজন তরুণ-তরুণীদের মাঝে সৃষ্টিশীলতা, আনন্দ এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করেছে।

এ মহোৎসবের আয়োজন করে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) এবং সার্বিক সহযোগিতায় ছিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হক মৃধা। বিশেষ অতিথি ছিলেন, এসডিসির পরিচালক কাজী আমেনা হাসান, সিনিয়র সহকারী পরিচালক খন্দকার নজরুল ইসলাম, উপজেলার সহকারী সমন্বয়কারী সমৃদ্ধি কর্মসূচি এসডিসির শাহিনা আক্তার, মনিটরিং অফিসার মো. আনোয়ার হোসেন প্রমুখ।

সকাল থেকে শুরু হওয়া এই উৎসবে শিশু-কিশোরদের অংশগ্রহণে নানা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে ভাসানী স্কোয়ার্ড ক্লাবের আয়োজনে ছিল গ্রামীণ ঐতিহ্যের প্রতীক ভেলা বাইচ প্রতিযোগিতা। দর্শকদের করতালি আর উচ্ছ্বাসে জমে ওঠে পুরো মাঠ। সন্ধ্যায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা নাচ, গান ও নাটকের মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখেন।

এ আয়োজনে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে অতিথিরা তরুণদের উৎসাহিত করেন এবং তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন— তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে এবং গ্রামীণ সমাজে সৌহার্দ্য-সম্প্রীতি গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত জরুরি। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড গ্রামীণ জীবনে প্রাণের সঞ্চার করে।

উৎসবে বিপুলসংখ্যক গ্রামবাসী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নারী-পুরুষ ও তরুণ সমাজের প্রাণবন্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে উৎসবে পরিণত করে। সবাই এ ধরনের আয়োজন নিয়মিত করার দাবি জানান।

(কেএফ/এসপি/সেপ্টেম্বর ২০, ২০২৫)

পাঠকের মতামত:

২০ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test