E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কালীগঞ্জে দুর্গোৎসবের প্রস্তুতি শেষ পর্যায়ে, বাজার জমজমাট 

২০২৫ সেপ্টেম্বর ২০ ১৯:০৫:২৩
কালীগঞ্জে দুর্গোৎসবের প্রস্তুতি শেষ পর্যায়ে, বাজার জমজমাট 

শোভন সাহা, কালীগঞ্জ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় শুরু হয়ে গেছে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতির মহাযজ্ঞ। শরতের সাদা তুলোর মতো মেঘ আর কাশবনের দোলায় যখন উৎসবের আগমনী বার্তা ছড়িয়ে পড়ছে, তখনই গ্রাম-শহরের ১০১টি পূজা মণ্ডপে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ।

প্রতিমা নির্মাণে ব্যস্ত মৃৎশিল্পীরা। কেউ বাঁশ-খড়ের কাঠামো বাঁধছেন, কেউ মাটির প্রলেপ দিচ্ছেন, আবার কেউ রঙতুলির আঁচড়ে দেবীমূর্তিকে জীবন্ত করে তুলছেন। শিল্পীরা জানিয়েছেন, এবার আধুনিক নকশার প্রতিমা দর্শনার্থীদের আকর্ষণ বাড়াবে দ্বিগুণ। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ বছর মা দুর্গা গজে আগমন করছেন—যা শান্তি ও সমৃদ্ধির প্রতীক। তবে কৈলাসে ফেরার সময় দেবী দোলায় চড়বেন, যা অশান্তি বা মহামারীর পূর্বাভাস হিসেবে ধরা হয়। ভক্তরা প্রত্যাশা করছেন, মায়ের আশীর্বাদে সব অশুভ শক্তির বিনাশ ঘটবে।

উপজেলা পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, প্রতিটি মণ্ডপে থাকবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবকেরা সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন।

এদিকে পূজার আমেজে রঙিন হয়ে উঠেছে বাজার। রহমানিয়া মার্কেট, মনসুর প্লাজা, নেশা শপিং কমপ্লেক্স, কনিকা ও জননী গার্মেন্টসসহ বিভিন্ন মার্কেটে চলছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। নারীদের কেনাকাটায় জামদানি, কাতান, সিল্ক, জর্জেট, এমব্রয়ডারি শাড়ি ও লেহেঙ্গা বিশেষ জনপ্রিয়তা পেয়েছে। মিলছে মানানসই ব্যাগ, চুড়ি ও কসমেটিকসও। পুরুষদের জন্য ধুতি, পাঞ্জাবি, শর্ট শার্ট ও ট্রেন্ডি পোশাকের ভিড়, আর শিশুদের জন্য বাহারি ড্রেস, জুতো ও টুপি নজর কাড়ছে।

ক্রেতা অর্পনা রানী বিশ্বাস জানান, “শাড়ি আর গয়না ছাড়া পূজা সম্পূর্ণ হয় না। নিজের জন্য শাড়ি, মেয়ের জন্য থ্রি-পিস আর ছেলের জন্য পাঞ্জাবি কিনেছি। এখন আত্মীয়দের জন্য কেনাকাটা বাকি।”

বিক্রেতারা বলছেন, গতবারের তুলনায় এবার বিক্রি অনেক ভালো। বিশেষ করে টাঙ্গাইলের তাঁত আর জামদানির চাহিদা সবচেয়ে বেশি। অনলাইন প্ল্যাটফর্মেও চলছে নানা অফার।

সন্ধ্যা নামতেই আলো ঝলমলে সাজে বাজার যেন ক্ষুদ্র পূজা মণ্ডপে রূপ নেয়। শাড়ির দোকানে ঝুলছে কাতান, সিল্ক ও সুতির শাড়ি, আর ক্রেতাদের ভিড়ে মুখর পুরো শহর।

আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী দিয়ে শুরু হয়ে ২ অক্টোবর দশমী পর্যন্ত চলবে শারদীয় দুর্গোৎসব। ব্যবসায়ীরা আশা করছেন, মহাষষ্ঠীর আগের দিনগুলোতে বাজারে ক্রেতাদের ঢল নামবে সবচেয়ে বেশি।

(এসএস/এসপি/সেপ্টেম্বর ২০, ২০২৫)

পাঠকের মতামত:

২০ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test