E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

উৎসবের দিনে সড়কে প্রাণ হারালো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী 

২০২৫ অক্টোবর ০৩ ১৮:০৫:৫৫
উৎসবের দিনে সড়কে প্রাণ হারালো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী 

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নে শারদীয় দুর্গোৎসবে বিজয়া দশমীতে বাই-সাইকেলের সাথে ধাক্কা লেগে দিব্য কুন্ডু (২২) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। মোটরসাইকেলের আরোহী এই যুবকের সাথে বাইসাইকেলের সংঘর্ষ ঘটলে এই মৃত্যুর ঘটনা ঘটে। 

শারদীয় দুর্গোৎসবে বিজয় দশমীতে মন্দির দর্শণ শেষে ঈশ্বরদী শহর থেকে বাড়িতে ফিরছিলেন দিব্য। কিন্তুু বাড়ি ফেরা হয়নি! চলে গেলে না ফেরার দেশে! দিব্য বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই ডিপার্টমেন্টের ছাত্র।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার সাড়া ইউনিয়নের আসনা গোপালপুর গ্রামে ঈশ্বরদী- রাজশাহী -বানেশ্বর আঞ্চলিক মহাসড়কে সাজদার ডাক্তারের বাড়ির সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত দিব্য কুন্ডু ঈশ্বরদী ষর সাঁড়া ইউনিয়নের আসনা আরামবাড়িয়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী পীযুষ কুন্ডুর একমাত্র ছেলে।

নিহত যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ,স,ম, আব্দুন নূর।

স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আনুমানিক পৌনে ২ টার দিকে মোটরসাইকেলে চড়ে দিব্য বাড়িতে ফিরছিল। এসময় আরামবাড়িয়া থেকে আসা বিপরীতগামী বাইসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেল আরোহী দিব্য পাকা রাস্তায় ছিঁটকে পড়ে। মাথায় হেলমেট না থাকার কারণে শরীর থেকে মস্তিষ্ক ক্ষত-বিক্ষত হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। বাইসাইকেল আরোহী এসময় কৌশলে দ্রুত পালিয়ে যায়। পরে ঈশ্বরদী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা মরদেহটি উদ্ধার করে পুলিশে হস্তান্তর করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ,স,ম, আব্দুন নূর জানান, মোটরসাইকেল আরোহীর মৃত্যুর সংবাদ শুনেছি। এ ব্যাপারে তাদের স্বজনদের কোন অভিযোগ না থাকার কারণে আমি সিনিয়র অফিসারদের সাথে কথা বলে ময়নাতদন্ত ছাড়া লাশটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছি। তবে এ ব্যাপারে ঈশ্বরদী থানায় ইউডি (অপমৃত্যু) মামলা নথিভূক্ত হবে।

(এসকেকে/এসপি/অক্টোবর ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

০৩ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test