E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাংশায় অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা 

২০২৫ অক্টোবর ০৩ ১৮:৩৭:১২
পাংশায় অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা 

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আলপনা (২২) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূ আত্মহত্যা করেছেন। আলপনা আল আমিন চুন্নুর (২৮) স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ৪টার দিকে আলপনা তাঁর স্বামীর বসতঘরের আড়ার সঙ্গে শাড়ির কাপড় দিয়ে গলায় ফাঁস দেন।

স্বামী আল আমিন চুন্নু শব্দ পেয়ে ঘরে এসে দেখেন তাঁর স্ত্রী গলায় ফাঁস নিয়েছেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। প্রতিবেশীরা শাড়ি কেটে আলপনাকে নিচে নামিয়ে আনেন, তবে ততক্ষণে তিনি মারা গেছেন।

জানা যায়, মৃত আলপনা প্রায় ৪-৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং বর্তমানে তাঁদের ৯ মাসের একটি পুত্রসন্তান আছে। আল আমিন এবং আলপনা উভয়েরই এটি দ্বিতীয় বিবাহ ছিল এবং তাঁদের পূর্বের সংসারেও সন্তান রয়েছে।

স্থানীয়রা জানায় তাদের দাম্পত্য জীবনে পারিবারিক কলহ লেগেই থাকত। প্রাথমিক ধারণা, এই পারিবারিক অশান্তির কারণেই আলপনা আত্মহত্যা করেছেন। পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সালাউদ্দিন জানান আমি ঘটনা শুনার সঙ্গে সঙ্গে

এসআই সাজ্জাদ হোসেন শাওন কে ঘটনাস্থলে পাঠিয়েছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(একে/এসপি/অক্টোবর ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

০৩ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test