E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈশ্বরদীতে প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধার মৃত্যু 

২০২৫ অক্টোবর ১১ ১৮:০৯:০২
ঈশ্বরদীতে প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধার মৃত্যু 

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে আয়েশা বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের খড়েরদাইড় গ্রামের এই ঘটনা ঘটে। নিহত আয়েশা বেগম খড়েরদাইড় গ্রামের মৃত আতর আলীর স্ত্রী।

স্থানীয় সুত্রে জানা যায়, দুই দিন আগে প্রতিবেশী মজিদ আলীকে গরু চোর সন্দেহ করে অপবাদ দেন নিহত আয়েশা বেগমের ছেলে সালাম হোসেন। এ নিয়ে শুক্রবার রাতে আবারো সালাম ও পিন্টুর সাথে বাকবিতন্ডায় জড়ান। বাকবিতণ্ডার একপর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হলে আয়েশা বেগম ছেলে সালামকে বাঁচাতে এগিয়ে আসেন। এসময় প্রতিপক্ষের লাঠির আঘাতে আয়েশা বেগম আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স. ম. আব্দুন নূর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের সুরতহাল সম্পন্ন করে লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। ময়নাতদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

(এসকেকে/এসপি/অক্টোবর ১১, ২০২৫)

পাঠকের মতামত:

১১ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test