E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈশ্বরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ 

২০২৫ অক্টোবর ১৪ ১৭:২৮:৪২
ঈশ্বরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ 

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসের সামনে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।

উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১ হাজার কৃষকের মাঝে ২০২৫/২৬ অর্থ বছরে 'রবি' ও ২০২৫/২৬ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে লাউ, শসা, মিষ্টি কুমড়া ও বেগুন বীজ প্রদান করা হয়। এছাড়াও বসতবাড়ির আঙ্গিনায় শীতকালীন শাকসবজি বেগুন, লাল শাক, পালং শাক, মটরশুটি, লাউ, মুলা ও বাটিশাক এর বীজ বিতরণ করা হয়েছে। ৭৫০ জন কৃষককে ২০ কেজি করে ড্যাপ সার প্রদান করা হয়।

ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিহাব উদ্দিন ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এখলাছুর রহমান।

(এসকেকে/এসপি/অক্টোবর ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

১৪ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test