E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরার শিল্পকলায় লালন আলো

হেমন্ত সন্ধ্যায় বাতাসে ছড়ালো মানবতার অকৃত্রিম সুর

২০২৫ অক্টোবর ১৮ ১৯:০২:৩০
হেমন্ত সন্ধ্যায় বাতাসে ছড়ালো মানবতার অকৃত্রিম সুর

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : হেমন্তের শান্ত সন্ধ্যা। বাতাসে ছড়িয়ে আছে বাউল সাধক লালন শাহের গান মানুষের মানবতাকে স্মরণ করিয়ে দেওয়া এক অকৃত্রিম সুর। গত শুক্রবার সাতক্ষীরার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অতিথিরা আসেন মানবতার, সংস্কৃতির ও একতার বাণী হাতে নিয়ে। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, প্রধান অতিথি জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। আলোচনায় অংশ নেন জেলা শিল্পকলা একাডেমি ও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু।

অনুষ্ঠানের মূল বার্তা লালনের দর্শন আজও সমানভাবে প্রাসঙ্গিক। কুসংস্কার, ভেদাভেদ ও অন্ধ বিশ্বাসকে অতিক্রম করে মানবিকতার জয়গান গাওয়া। উপস্থিত সবাই যেন এই বাউল সুরে মগ্ন, চোখে জ্বলছে নতুন আলো, হৃদয়ে জাগছে নরম অনুভূতি।

স্থানীয় শিল্পীরা পরিবেশন করেন লালনগীতি, আবৃত্তি ও নৃত্য। “সব লোকে কয় লালন কি জাত সংসারে” কণ্ঠে কণ্ঠে ছড়িয়ে পড়ে সমতার সুর। শিল্পীর প্রতিটি আবৃত্তি যেন মানুষের মনে মানবিক দায়বদ্ধতা এবং ভালোবাসার প্রতিফলন ফোটায়।

এ আয়োজন শুধু স্মরণ নয়, বরং আহ্বান লালনের পথে এগিয়ে মানুষ হবার, মানবতার বিজয় প্রতিষ্ঠার। সন্ধ্যার আবেশে মিলনায়তন যেন এক সৃষ্টিশীল আত্মার উৎসবে রূপ নিল। লালনের আদর্শে মিশে গেল সাতক্ষীরার হৃদয়।

(আরকে/এসপি/অক্টোবর ১৮, ২০২৫)

পাঠকের মতামত:

১৮ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test