E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নরুন্দি স্টেশনের উন্নয়ন ও আন্তঃনগর ট্রেন থামার দাবিতে রেলপথ অবরোধ

২০২৫ অক্টোবর ২৮ ১৭:৫২:২৪
নরুন্দি স্টেশনের উন্নয়ন ও আন্তঃনগর ট্রেন থামার দাবিতে রেলপথ অবরোধ

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশনের অবকাঠামোগত উন্নয়ন, সকল আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি ও স্টেশনে আরেকটি প্লাটফর্ম নির্মাণের দাবিতে রেলপথ অবরোধ করে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ মঙ্গলবার সকালে নরুন্দি রেলওয়ে স্টেশনে দুটি ট্রেন অবরোধ করে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বেসরকারি কমিউটার ট্রেন নির্ধারিত সময়ের ৩০ মিনিট পরে ছেড়ে দেওয়া হয়। মানববন্ধন চলাকালীন আন্তঃনগর তিস্তা ট্রেন স্টেশনে প্রবেশ করলে রেলপথ অবরোধ করে ট্রেনটি আটকে দেওয়া হয়। রেলওয়ের উর্ধতন কর্মকর্তার আশ্বাসে ট্রেনটি নির্ধারিত সময়ের ৪০ মিনিট পর ছেড়ে দেন আন্দোলনকারীরা।

রেলপথ অবরোধ করে মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম শফিক, যুগ্ম-আহবায়ক মো. নুরুল্লাহ, নরুন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক সুফিয়ান কবির শিপন, সহ-সভাপতি আব্দুল মজিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মসিউর রহমান মাসুম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সামনুরী ইমাম, নরুন্দি ইউনিয়ন জামায়াতে সভাপতি ইউসুফ আলী, সেক্রেটারি শরিফ আহাম্মেদ, নরুন্দি ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক মো. আকরাম হোসাইন, সদর উপজেলা শিবিরের সাহিত্য সম্পাদক মাহমুদুল হাসান রিয়াদ, নরুন্দি ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি শাহাম্মদ আলী, নরুন্দি ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব সজীব হাসান, নরুন্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজন হাসান প্রমুখ।

মানববন্ধনে যুবদল নেতা শফিকুল ইসলাম শফিক বলেন, বিগত সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে অজপাড়াগাঁ পিয়ারপুর রেলওয়ে স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি পাশ করিয়ে নেন আওয়ামী নেতারা। অথচ পিয়ারপুরের রেলওয়ে স্টেশনের চেয়ে নরুন্দি রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতির সমস্ত উপযুক্ততা রয়েছে। বিপুল জনসংখ্যা, সরকারি-বেসরকারি স্থাপনা, স্কুল-কলেজ, মাদ্রাসা ও হাটবাজার এ ইউনিয়নে অবস্থিত। এ অঞ্চলের মানুষজনের একমাত্র যাতায়াতের মাধ্যম হচ্ছে রেলপথ। আন্তঃনগর ট্রেনেগুলো এ স্টেশনে না থামার কারণে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছে এ অঞ্চলের লোকজন।

তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি ইতোমধ্যে পিয়ারপুর ও নান্দিনা রেলওয়ে স্টেশনে দ্বিতীয় প্লাটফর্ম করার উদ্যােগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। অথচ সকল দিক বিবেচনায় ওই দুই স্টেশনের চেয়ে নরুন্দি রেলওয়ে স্টেশন গুরুত্বপূর্ণ। তাই আমরা চাই ওই দুই স্টেশনের আগে নরুন্দি রেলওয়ে স্টেশনের ২য় প্লাটফর্ম নির্মাণ করা হোক। যদি তা করা না হয় তাহলে আমরা রেলপথ অবরোধ ও আমরণ অনশন কর্মসূচিসহ বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো।

মানববন্ধনে বিএনপি নেতা এমদাদুল হক বলেন, দীর্ঘদিন ধরে আমাদের প্রাণের দাবি নরুন্দি রেলওয়ে স্টেশনে সকল প্রকার আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি। এ দাবি শুধু আমাদের একার নয়, এ দাবি এ ইউনিয়নের দেড় লাখ জনসাধারণের মধ্যে প্রতিটি মানুষের। নরুন্দি ইউনিয়নসহ ৫টি ইউনিয়নের একমাত্র চলাচলের নির্ভরযোগ্য যোগাযোগ মাধ্যম হচ্ছে রেলপথ। অথচ এই স্টেশনের অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিক কোন সুযোগ-সুবিধা নেই। অবিলম্বে নরুন্দি রেলওয়ে স্টেশনের আধুনিকায়ন ও সকল আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি দেওয়ার দাবি জানাচ্ছি।

নরুন্দি ইউনিয়নসহ ৫টি ইউনিয়নের স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থী ও নানা শ্রেণিপেশার মানুষ মানববন্ধনে অংশ নেয়।

(আরআর/এসপি/অক্টোবর ২৮, ২০২৫)

পাঠকের মতামত:

২৮ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test