E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

লোহাগড়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা সমাবেশ

২০২৫ অক্টোবর ২৮ ১৯:০৯:৪৭
লোহাগড়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা সমাবেশ

রূপক মুখার্জি, নড়াইল : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে লোহাগড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে লোহাগড়া উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে আজ মঙ্গলবার বিকালে শহরের কুন্দশী চৌরাস্তা এলাকায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলার ১২টি ইউনিয়ন থেকে যুবদলের নেতা-কর্মী ও সমর্থকরা বাদ্যযন্ত্র সহকারে সমাবেশে যোগদান করেন।

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি শফিক তারেকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো :মনিরুল ইসলাম, নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা যুবদলের সভাপতি মো: মশিয়ার রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো : আহাদুজ্জামান বাটু।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লন্ডন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কোকো মেমোরিয়াল ট্রাস্টের কার্যনির্বাহী কমিটির সদস্য মো: তুহিন মোল্যা, পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু, সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মুসা মোল্যা, পৌর যুবদলের আহবায়ক মো: রবিউল ইসলাম, সদস্য সচিব মো: হেলাল শেখ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী, সাইফুল ইসলাম মল্লিক, জাতীয়তাবাদী শ্রমিক দলের আহবায়ক মো: আক্তার হোসেন মোল্লা, উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহবায়ক গিয়াস উদ্দিন জুয়েল, পৌর ছাত্রদলের আহবায়ক রিয়াজুল ইসলাম মুন্না, লোহাগড়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো: আনিসুর রহমানসহ প্রমূখ।

সমাবেশ শেষে যুবদলের নেতা-কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

(আরএম/এসপি/অক্টোবর ২৮, ২০২৫)

পাঠকের মতামত:

২৮ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test