E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বরিশালে চলন্ত যাত্রীবাহী বিআরটিসি বাসে আগুন

২০২৫ অক্টোবর ২৮ ১৯:২৫:০৩
বরিশালে চলন্ত যাত্রীবাহী বিআরটিসি বাসে আগুন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলায় ইচলাদী টোল প্লাজা সংলগ্ন এলাকায় যাত্রীবাহি চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা পৌনে বারোটার দিকে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পোঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে মহাসড়কে যান চলাচল বন্ধ ছিলো।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন-বেলা পৌনে একটার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বিআরটিসি বাসের চালক মো. শাহজালাল জানান, বরিশাল থেকে খুলনার উদ্দেশ্যে ২৫ জন যাত্রী নিয়ে বাসটি রওয়ানা হয়। পথিমধ্যে উজিরপুরের ইচলাদী টোল প্লাজার কাছে পৌঁছলে যাত্রীরা বাসের পেছনে আগুনের ধোয়া দেখে চিৎকার করেন। এসময় দ্রুত বাসটি থামিয়ে আগুনের কুন্ডলী দেখে সকল যাত্রীদের নিরাপদে বাস থেকে নামানো হয়।

বিআরটিসি বাসের যাত্রী রফিকুল ইসলাম স্থানীয় গনমাধ্যম কর্মীদের জানিয়েছেন-চলন্ত বাসের পিছনে বসে অপর এক যাত্রী সিগারেট সেবন করছিলো। ধারনা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে এ অগ্নিকান্ডর ঘটনা ঘটেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী শামীম মীর জানিয়েছেন-মুহুর্তের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া ব-১১-০০০৪ বাসটি দাউ দাউ করে জ্বলতে থাকে। খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে এসে স্থানীয়দের সহায়তায় প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অপর প্রত্যক্ষদর্শী মো. জসিম উদ্দিন বলেন-ঘন্টাব্যাপী মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী এলাকার দুই পাশের প্রায় পাঁচ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিলো।

উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টাপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে অগ্নিকাণ্ডের মূল কারণ উদঘাটনের চেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন।

(টিবি/এসপি/অক্টোবর ২৮, ২০২৫)

পাঠকের মতামত:

২৮ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test