E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাইয়ে ইয়ুথ গ্রুপ ফাউন্ডেশনের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২০২৫ অক্টোবর ২৮ ১৯:৩২:৫৪
কাপ্তাইয়ে ইয়ুথ গ্রুপ ফাউন্ডেশনের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙামাটির কাপ্তাইয়ে ইয়ুথ গ্রুপ ফাউন্ডেশনের উদ্যোগে পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে খ্রীষ্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনার কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম (CCHP) প্রশিক্ষণ কক্ষে এ কর্মশালা আয়োজন করে ইয়ুথ গ্রুপ ফাউন্ডেশন, সহযোগিতায় ছিল কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম (CCHP)। ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড — জার্মানির মানবিক দাতা সংস্থার সহযোগিতায় CCHP দীর্ঘদিন ধরে কাপ্তাই, রাজস্থলী, বিলাইছড়ি ও রাঙ্গুনিয়া উপজেলায় আর্তমানবতার সেবায় বিভিন্ন সামাজিক ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সভা অনুষ্ঠানের সি.সি.এইচ.পি,সিএইচ,সি ওয়াংসুইনু মারমা সঞ্চালনায় চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল পরিচালক ডা. প্রবীর খিয়াং সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন। মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সি.সি.এইচ.পি প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা।

প্রধান অতিথি মোহাম্মদ হোসেন বলেন, পরিবেশ রক্ষা কেবল সরকারের কাজ নয়, এটি আমাদের সবার দায়িত্ব। তরুণ সমাজ যদি এখন থেকেই সচেতন হয়, তাহলে ভবিষ্যতের প্রাকৃতিক দুর্যোগ অনেকাংশে কমানো সম্ভব।

মূল আলোচক বিজয় মারমা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়ে আমাদের গ্রামীণ ও পাহাড়ি অঞ্চলে। এই প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজকে দুর্যোগ প্রস্তুতি ও টেকসই পরিবেশ ব্যবস্থাপনায় দক্ষ করে তুলতে হবে।

সভাপতির বক্তব্যে ডা. প্রবীর খিয়াং বলেন,পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ মোকাবেলা একে অপরের পরিপূরক। গাছ লাগানো, বর্জ্য ব্যবস্থাপনা ও পানি সংরক্ষণে সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

এছাড়াও পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে বক্তব্য রাখেন সি.সি.এইচ.পি-সি.এইচ.সি ফাইন্যান্স ম্যানেজার মি. সন্তোষ বোস। বক্তারা পরিবেশবান্ধব জীবনযাপন, বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা, দুর্যোগকালীন প্রস্তুতি এবং সচেতনতামূলক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন। দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন এলাকার যুব প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন মাসাং মারমা (CHDF), উসংবাই মারমা (CHDF), সাফ এল আং পাংকুয়া (CHDF), এবং উপজেলা যৌথ লিডার মোঃ রাব্বি প্রমুখ।

(আরএম/এসপি/অক্টোবর ২৮, ২০২৫)

পাঠকের মতামত:

২৮ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test