E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাদারীপুরে নিরাপদ অভিবাসন বিষয়ক সংবাদ সম্মেলন

২০২৫ অক্টোবর ২৯ ১৯:০০:২৯
মাদারীপুরে নিরাপদ অভিবাসন বিষয়ক সংবাদ সম্মেলন

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘সিনেমা আঙ্গিনা’ প্রকল্পের কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে মাদারীপুর জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, মানবাধিকার সংগঠন রাইটস যশোরের ব্যবস্থাপনায় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) অর্থায়নে অক্টোবর মাসের শুরু থেকে মাদারীপুর সদর, রাজৈর ও কালকিনি উপজেলায় সিনেমা আঙ্গিনা প্রকল্পের কার্যক্রম শুরু হয়। এই প্রকল্পের একটি অন্যতম কার্যক্রম হলো ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শণ। যার মূল উদ্দেশ্য হলো তরুণ প্রজন্ম ও স্থানীয় জনগণকে অনিরাপদ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে জানানো ও নিরাপদ অভিবাসনের সঠিক তথ্য দিয়ে তাদের জ্ঞানগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি উদ্যোক্তা হিসেবে তৈরি ও নিরাপদ অভিবাসনের সুযোগ বিষয়ে অনুপ্রাণিত করা।

এ ছাড়াও প্রকল্পের মাধ্যমে অনিয়মিত অভিবাসন প্রতিরোধ ও মানব পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত ও অনিরাপদ অভিবাসনের বিকল্প হিসেবে দেশে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অভিবাসন প্রত্যাশী যুব সমাজকে মানবপাচার ও চোরাচালানের হাত থেকে রক্ষা করতে কাজ করবে।

ইতালি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে ও বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে আইওএম এ বছর থেকে বাংলাদেশে ‘সিনেমা আঙ্গিনা’ প্রকল্পটি বাস্তবায়ন শুরু করেছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিনিয়র প্রোগ্রাম অ্যাসোসিয়েট অমল বিশ্বাস, আইওএম প্রতিনিধি ও সিনিয়র মিডিয়া এন্ড কমিউনিকেশন অ্যাসোসিয়েট তারেক মাহামুদ, রাইটস যশোরের প্রোগাম পরিচালক প্রদীপ দত্ত, উপপরিচালক এস এম আজাহারুল ইসলাম, কো-অর্ডিনেটর হারুনার রশীদ, জেলা ব্যবস্থাপক মোকলেসুর রহমান পিন্টু, মাদারীপুরের বাইজীদ মিয়া, সাংবাদিক মাহবুবুর রহমান বাদল, সাংবাদিক সুবল বিশ্বাস প্রমুখ।

(এএসএ/এসপি/অক্টোবর ২৯, ২০২৫)

পাঠকের মতামত:

২৯ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test