E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাদারীপুরে জেলা পর্যায়ে উচ্চ রক্তচাপ বিষয়ক সভা

২০২৫ অক্টোবর ২৯ ১৯:০৬:৩৬
মাদারীপুরে জেলা পর্যায়ে উচ্চ রক্তচাপ বিষয়ক সভা

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর জেলায় জাতীয় ও বৈশ্বিক অঙ্গীকারের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশে উচ্চ রক্তচাপ ও অসংক্রামক রোগ (এনসিডি) নিয়ন্ত্রণ করার জন্য এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। 

আজ বুধবার সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ (বিএইচসিআই) এর মাদারীপুর জেলার বর্তমান অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মাদারীপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শরীফুল আবেদীন কমল। এছাড়াও উপস্থিত ছিলেন বিএইচসিআই ও এনএইচএফবি এর ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ডা. শামীম জুবায়ের, বিভাগীয় প্রোগ্রাম অফিসার এমডি সাজ্জাদ হোসেন, সার্ভেইল্যান্স মেডিকেল অফিসার ডা. এমডি আহসান-উজ-জামান, ডা. ইকরাম হোসেন, মাদারীপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার সরদার মোহাম্মদ খলিলুজ্জামান প্রমুখ।

(এএসএ/এসপি/অক্টোবর ২৯, ২০২৫)

পাঠকের মতামত:

২৯ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test