E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ভাঙ্গায় দুই পক্ষের দফায় দফার সংঘর্ষে আহত ৫০

২০২৫ নভেম্বর ০৩ ১৫:০৯:০৭
ভাঙ্গায় দুই পক্ষের দফায় দফার সংঘর্ষে আহত ৫০

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় জমি নিয়ে বিরোধ ও সালিশ-বৈঠককে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৫০ থেকে ৬০ জন গ্রামবাসি আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ একাধিক প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

রবিবার (২ নভেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উপজেলার হামিরদী ইউনিয়নের গুপিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে, যাতে দুই পক্ষের একাধিক গ্রামের বাসিন্দারা অংশ নিয়েছে বলে জানিয়েছে স্থানীয় থানা পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সম্প্রতি ভাঙ্গা উপজেলার গুপিনাথপুর এলাকার বাসিন্দা সায়মন শেখ (৫০) ও কুদ্দুস মুন্সি (৬৫) গ্রুপের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিলো। গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ছোট হামিরদির স্থানীয় জনৈক মোতালেব মাতুব্বরের দোকানে এসে কুদ্দুস মুন্সির লোকজনের সামনে কুদ্দুস মুন্সিকে কটু কথা ও গালিগালাজ করেন সায়মন শেখ। তৎক্ষনাৎ এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। এরপর পুর্বে থেকে চলমান জমিজমা কেন্দ্রিক বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের বিষয়টি আরও জোরালো হয়ে উঠে। এলাকায় শুরু হয় চাপা উত্তেজনা ও কানাঘোসা। পরে এসব বিরোধ নিরসনে এ ঘটনায় রবিবার (২ নভেম্বর) বিকেল ৩ টার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গুপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সালিশি বৈঠক হওয়ার কথা ছিল ও সেই উপলক্ষে লোকজনও আসতেছিলো। কিন্তু সালিশ শুরুর সময়ের কিছুক্ষণ আগে নির্ধারিত শালিসি বৈঠক প্রত্যাখ্যান করে একটি গ্রুপ। এ ঘটনার পরে এ নিয়ে এক পর্যায়ে দুই পক্ষ দেশি অস্ত্র ও ঢাল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় উভয় পক্ষকে ঢাল, শর্কি, রামদা জাতীয় দেশীয় অস্ত্রের পাশাপাশি ইট, খোয়া, বর্ষা জাতীয় দেশীয় অস্ত্র ব্যবহার করতে দেখা গেছে। কাছাকাছি অবস্থান থেকে দফায় দফায় চলা এ সংঘর্ষে উভয় পক্ষের ৫০-৬০ জন আহত হয়েছেন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম বলেন, ‘সংঘর্ষে গুরুতর আহত ৫ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবং ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত ৪৫-৫০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। যাদের মধ্যে কিছু ভর্তি আছেন।'

এছাড়া, আহতদের বেশ কয়েকজনকে ভাঙ্গা হাসপাতাল এলাকায় কয়েকটি প্রাইভেট ক্লিনিক গিয়ে চিকিৎসা নিতে দেখা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে রবিবার রাত সাড়ে ৮ টার ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন 'দৈনিক বাংলা ৭১'কে জানান, একদম মামুলি ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে এমন সংঘর্ষের ঘটবা ঘটেছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যার পর উভয় পক্ষের লোকজনই ঘটনাস্থল ত্যাগ করেছেন।'

এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করতে আসেননি।অভিযোগ পেলে এ বিষয়ে পরবর্তী আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ওসি আশরাফুল।

(আরআর/এএস/নভেম্বর ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

০৩ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test