E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

মাদকস্পট থেকে পৌর যুবদলের সদস্য সচিব গ্রেপ্তার

২০২৫ নভেম্বর ০৩ ১৭:৩২:৫০
মাদকস্পট থেকে পৌর যুবদলের সদস্য সচিব গ্রেপ্তার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের গৌরনদীতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ একটি মাদকস্পটে অভিযান চালিয়ে তিন পিচ ইয়াবা, মাদক সেবনের সরঞ্জাম ও স্পট থেকে পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহতাবকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রবিবার রাতে গৌরনদী সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান ও থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে রোববার রাতে পৌরসভার সুন্দরদী মহল্লার একটি মাদকস্পটে যৌথ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। এসময় ওই মাদকস্পট থেকে তিন পিচ ইয়াবা, মাদক সেবনের সরঞ্জাম এবং গোলাম মাহতাব নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।

তথ্যের সত্যতা নিশ্চিত করে সোমবার সকালে গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, এঘটনায় থানায় মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃত আদালতে পাঠানো হয়েছে।

(টিবি/এসপি/নভেম্বর ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

০৩ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test