E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফরিদপুরে ক্রেতা ভোক্তা সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার 

২০২৫ নভেম্বর ০৩ ১৭:৩৭:৪৭
ফরিদপুরে ক্রেতা ভোক্তা সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার 

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে “ক্রেতা ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯” অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারুক আহমেদ। জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আজমির হোসেন, সিভিল সার্জন ডা. মাহমুদুল ইসলাম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশিদ খান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আজম শাহরিয়ার, হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির যুগ্ম সম্পাদক খায়রুজ্জামান লাভলু, সরকারি তিতুমীর বাজারের ব্যবসায়ী মোহাম্মদ শামীম হোসেন, এনামুল করিম, ফরিদ সিকদার এবং ফরিদপুর রেস্টুরেন্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহেল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী ম্যাজিস্ট্রেট কামরুন নাহার নাঈম।

সভায় বক্তারা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। তারা বলেন, পণ্য কেনার সময় ক্রেতাদের সচেতন থাকতে হবে যাতে নকল ও মানহীন পণ্য ক্রয়ের মাধ্যমে প্রতারিত না হন। বক্তারা আরও বলেন, ভোক্তা অধিকার আইন যুগোপযোগী এবং জনগণের মধ্যে এখন এই আইন ও তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়েছে।

বক্তারা জানান, নিম্নমানের খাদ্যপণ্য ও ভোগ্যপণ্যের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি অনলাইন প্রতারণার বিরুদ্ধেও শীঘ্রই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আগামী রমজান মাসে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।জ

(ডিসি/এসপি/নভেম্বর ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

০৩ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test