E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় তিন সাংবাদিক আহত

২০২৫ নভেম্বর ০৪ ১৫:০৯:৫৪
কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় তিন সাংবাদিক আহত

রাঙ্গামাটি প্রতিনিধি : চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কাপ্তাইয়ে সরকারি সফরে আসা নিউজ কাভার করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন তিন সাংবাদিক। সোমবার (০৩ নভেম্বর) দুপুরে কাপ্তাই উপজেলার সাপছড়ি হেডম্যান কার্যালয়ে নিউজ সংগ্রহ করতে যাওয়ার সময় বড়ইছড়ি মারমা পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

আহত সাংবাদিকরা হলেন সময় টিভির কাপ্তাই প্রতিনিধি মাহফুজ আলম, একাত্তর টিভির ও মানবকণ্ঠ পত্রিকা’র কাপ্তাই প্রতিনিধি রিপন মারমা এবং ডেইলি প্রেজেন্ট টাইম ও দোয়েল টিভির সাংবাদিক চৌধুরী মোহাম্মদ রিপন। তারা বিভাগীয় কমিশনারের বিভিন্ন কার্যক্রম নিউজ কাভার করতে যাওয়ার পথে হঠাৎ মোটরসাইকেল এর সামনে একটি গরুর বাছুর এসে পড়লে বাছুরটিকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার স্বীকার হয়।

দুর্ঘটনার পর উপজেলা যুবদল সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলুসহ স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নিয়ে এসে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহত সাংবাদিকদের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারি তথ্য অফিসার মো: দেলোয়ার হোসেন,স্থানীয় সাংবাদিক মহল, বিভিন্ন রাজনৈতিক বৃন্দ, সুশীল সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ আহত তিন সাংবাদি’দের সুস্থতা কামনা করেছেন।

(আরএম/এএস/নভেম্বর ০৪, ২০২৫)

পাঠকের মতামত:

০৪ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test