E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

যশোরে বিএনপির মনোনয়ন ঘোষণা : ৫ আসনে প্রার্থী চূড়ান্ত

২০২৫ নভেম্বর ০৪ ১৫:২৫:৫০
যশোরে বিএনপির মনোনয়ন ঘোষণা : ৫ আসনে প্রার্থী চূড়ান্ত



যশোর প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যশোর জেলার ৬টি সংসদীয় আসনের জন্য তাদের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে। মোট ৬টি আসনের মধ্যে ৫টিতে দলীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং একটি আসন (যশোর-৫) জোটের শরিক দলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে অবস্থিত চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা ঘোষণা করেন।

মহাসচিব ঘোষিত তালিকা অনুযায়ী, যারা এবার যশোর থেকে ‘ধানের শীষ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা হলেন, যশোর-১ (শার্শা) আসনে মফিকুল হাসান তৃপ্তি,যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে সাবেরা নাজমুল মুন্নি, যশোর-৩ (সদর): অনিন্দ্য ইসলাম অমিত, যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে প্রকৌশলী টিএস আইয়ুব,যশোর-৫ (মনিরামপুর) আসন শরিক দলের জন্য রাখা হয়েছে। যশোর-৬ (কেশবপুর) আসনে কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।

ঘোষিত প্রার্থীদের মধ্যে কয়েকজন অপেক্ষাকৃত নতুন মুখ থাকলেও মফিকুল হাসান তৃপ্তি, অনিন্দ্য ইসলাম অমিত এবং প্রকৌশলী টিএস আইয়ুবের মতো পুরোনো ও পরীক্ষিত নেতারাও রয়েছেন।

মফিকুল হাসান তৃপ্তি বিএনপির কেন্দ্রীয় নেতা এবং সাবেক সংসদ সদস্য প্রার্থী। অনিন্দ্য ইসলাম অমিত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহকারী এবং জেলা বিএনপির প্রভাবশালী নেতা। প্রকৌশলী টিএস আইয়ুব এর আগেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সাবেরা নাজমুল মুন্নি এবং কাজী রওনকুল ইসলাম শ্রাবণ দলের তরুণ ও নতুন প্রজন্মের নেতাদের প্রতিনিধিত্ব করছেন। শ্রাবণ ছাত্রদলের সাবেক নেতা হিসেবে পরিচিত।

বিএনপির এই মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে যশোর জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি হয়েছে। তারা মনে করছেন, কেন্দ্র থেকে দ্রুত প্রার্থী ঘোষণা হওয়ায় এখন পূর্ণ উদ্যমে নির্বাচনী প্রস্তুতি শুরু করা সম্ভব হবে।

(এসএমএ/এএস/নভেম্বর ০৪, ২০২৫)

পাঠকের মতামত:

০৪ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test