E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

জামালপুরের ৫টি আসনে যারা পেলেন ধানের শীষ

২০২৫ নভেম্বর ০৪ ১৫:৫৫:০০
জামালপুরের ৫টি আসনে যারা পেলেন ধানের শীষ

রাজন্য রুহানি, জামালপুর : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষিত ২৩৭টি আসনের মধ্যে জামালপুরের ৫টি আসনেও দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি।

সোমবার সন্ধ্যায় গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁদের নাম ঘোষণা করেন।

জামালপুরের পাঁচটি সংসদীয় আসনে যারা সম্ভব্য মনোনয়ন পেয়েছেন তারা হলেন, জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম.রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর-২ (ইসলামপুর) আসনে ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে কেন্দ্রীয় বিএনপির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে জেলা বিএনপির সভাপতি ও সরিষাবাড়ী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো.ফরিদুল কবির তালুকদার শামীম, জামালপুর-৫ (সদর উপজেলা) আসনে ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

জেলার ৫ টি আসনে মনোনয়ন পাওয়া নিয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম খান সজীব বলেন, ‘দলের জন্য যারা সবসময়েই নিবেদিতপ্রাণ তারাই মনোনয়ন পেয়েছেন। এই মনোনয়নে মূলত জেলার পাঁচটি আসনেই তৃণমূলের জয় হয়েছে। আমরা আশাবাদী ধানের শীষের জয় হবে সব আসনেই।’

(আরআর/এএস/নভেম্বর ০৪, ২০২৫)

পাঠকের মতামত:

০৪ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test